Tathagata Roy – “আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ BJP !” তথাগত রায়ের ট্যুইট উসকে দিল দল ছাড়ার জল্পনা

নেহা চক্রবর্তী, কলকাতা : শুক্রবার সকালে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের (Tathagata Roy) ট্যুইট(Tweet) ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। ঐ দিন সকালে বিজেপি নেতা ট্যুইটারে লেখেন, “কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !”

এর আগেও বহুবার প্রয়োজনে নিজের দলের বিরুদ্ধে মন্তব্য করেছেন তথাগত রায়। দলের নেতাদের দ্বারাই আবার সমালোচিতও হয়েছেন। নিন্দা করেছেন দলের অনুগামীরা। দিলীপ ঘোষ(Dilip Ghosh), কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijaybargiya)-র মতন নেতাদের বিজেপি নেতাদের বিরুদ্ধে সরব হয়ে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি করেছেন বহুবার। তবে এবার সরাসরি দলত্যাগের চিন্তা ভাবনা করছেন বলেই অনুমান করা যাচ্ছে মেঘালয়ের(Meghalaya) প্রাক্তন রাজ্যপালের(Former President)ট্যুইট থেকে।

বেশ কিছুদিন আগেই ট্যুইটারের বায়ো(Bio) পরিবর্তন করে চর্চায় এসেছিলেন এই বিজেপি নেতা। পূর্বে তাঁর বায়োতে লেখা ছিল, ‘Pic shows iconic Rabindra Setu’, পরে এটি পরিবর্তন করে রাখা হয় ‘Lately whistleblower’। তাঁর এই বায়ো পরিবর্তনকে ঘিরে কমেন্ট বক্সে বহু জনগণ জানতে চান, তিনি দলত্যাগ করছেন কি না!

তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে জনগণদের প্রত্যুত্তর(Reply) দিয়ে বলেন, “আমি বিজেপি ছাড়ছি না। এই দলটার সঙ্গে আমার ৩১ বছরের সম্পর্ক।” কিন্ত আবার কিছুদিন পরেই রাজনৈতিক নেতার এই ট্যুইট ঘিরে জল্পনার শেষ নেই রাজনৈতিক মহলে। যদিওবা এই ট্যুইটটির কিছুক্ষণ পরেই ফের একটি ট্যুইটে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(CM Mamata Bandyopadhyay) আক্রমণ করে তথাগত রায় লেখেন, “মোদীজি গতকাল বক্তৃতায় কৃষি আইন খারিজ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

এই নিয়েই কলকাতার চটিচাটা সংবাদমাধ্যম আহ্লাদে আটখানা। সমর্থকরা কিঞ্চিৎ আশাহত। পুরোনো একটি প্রবাদ উদ্ধৃত করে বলতে হচ্ছে, “পিকচার অভি বাকি হ্যায়, দোস্ত ! মাননীয়া কালকেই প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন না।” তথাগত রায়ের বিদ্রুপ থেকে বাদ পড়েনি পশ্চিমবঙ্গের বাম সমর্থকেরাও।




Back to top button