FIR against Mamata: জাতীয় সংগীতের অবমাননা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিজেপি নেতার

বুধবার মুম্বাইতে (Mumbai) একটি সংবাদ সম্মেলনের (Press Conference) সময় জাতীয় সংগীত (National Anthem) শুরুর অনেক পড়ে উঠে দাঁড়িয়ে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Bandyopadhyay)। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন আচরণে নিন্দায় সরব হয় বিজেপি সরকার (BJP) । ঐদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে এনে পুলিশে অভিযোগ (FIR) দায়ের করেন বিজেপি। বিজেপির দাবি, জাতীয় সংগীতকে অসম্মান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতারা একের পর সেই মুহূর্তের ভিডিয়ো ক্লিপিংস (Video Clipings) পোস্ট (Post) করতে শুরু করেন। বিজেপি নেতাদের পোস্ট করা ভিডিও সূত্রে, দেখা যায়  জাতীয় সংগীত চলাকালীনই হঠাৎ করে তা শেষ না হতে দিয়ে বসে যান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান এক বিজেপি নেতা।

মুখ্যমন্ত্রীর মুম্বাই সফরের খবর,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর খবর,মুম্বাইয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বাংলা খবর,রাজনীতির বাংলা ভাইরাল খবর,বিজেপি তৃণমূল দ্বন্দ্বের খবর,News of the Chief Minister's visit to Mumbai,news of the Chief Minister of West Bengal,Bangla news of the speech of the Chief Minister in Mumbai,Bangla viral news of politics,news of BJP grassroots conflict

সংবাদ সংস্থা এএনআই (ANI) -এর একটি প্রতিবেদনে (Reporting) বলা হয়, মুম্বাইয়ের এক বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানোর’ অভিযোগ দায়ের করেছেন। সেই বিজেপি নেতার অভিযোগ, “বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা এবং তারপরে ৪ বা ৫টি শ্লোকের পরে হঠাৎ করে জাতীয় সংগীত গাওয়াই থামিয়ে দেন তিনি।”

আরও পড়ুন – নাও হতে পারে উচ্চমাধ্যমিক, সংশয়ে রাজ্যের শিক্ষামহল

মুখ্যমন্ত্রীর মুম্বাই সফরের দ্বিতীয় দিনের এই ভিডিয়ো পোস্ট বঙ্গ বিজেপি থেকে লেখা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসেছিলেন। তারপর উঠে দাঁড়ান। তারপর মাঝপথেই জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দেন। মুখ্যমন্ত্রী হিসেবে আজ উনি বাংলার সংস্কৃতি, জাতীয় সংগীত, দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন।” পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারেরাও এই বক্তব্যে সহমত পোষণ করেছেন।

মুখ্যমন্ত্রীর মুম্বাই সফরের খবর,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর খবর,মুম্বাইয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বাংলা খবর,রাজনীতির বাংলা ভাইরাল খবর,বিজেপি তৃণমূল দ্বন্দ্বের খবর,News of the Chief Minister's visit to Mumbai,news of the Chief Minister of West Bengal,Bangla news of the speech of the Chief Minister in Mumbai,Bangla viral news of politics,news of BJP grassroots conflict

প্রসঙ্গত, এই সভাতেই দাঁড়িয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাতে উপস্থিত ছিল পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt), অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskat) সহ মুম্বাইয়ের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। ঐদিন ঐ সভাতে অভিনেত্রী স্বরা ভাস্করকে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




Back to top button