School Reopen: ছাত্র-ছাত্রীরা করোনা আক্রান্ত হলে দায়বদ্ধতা কার? প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে

আর কিছুদিনের মধ্যেই কোভিড বিধি(Covid Guideline) মেনে খুলতে চলেছে স্কুল-কলেজ। প্রায় দেড় বছর পর শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা। এই পরিস্থিতিতে স্কুলে এসে কোনো ছাত্র-ছাত্রী যদি সংক্রমিত হয় তাহলে তার দায়ভার নিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়া কোভিড বিধি মেনে চলছে কিনা তার দায়িত্বও বর্তাবে অভিভাবকদের উপর। ১৬ই নভেম্বর থেকে স্কুল খোলার আগে অভিভাবকদের কাছে এমনটাই বার্তা পাঠাল শহরের অধিকাংশ স্কুল। কিছু স্কুল নোটিশ(Notice) দিয়েও অভিভাবকদের(Guardian) সতর্ক করেছে।

schools,college,reopen,mamata banerjee,west bengal,kolkata,স্কুল,কলেজ,কলকাতা,পশ্চিমবঙ্গ,মমতা বন্দ্যোপাধ্যায়,schools reopening from 16th november,16th november,college opening,mamata banerjee opening school college,school and college,students,guardians,covid 19,corona guidelines,sanitization,জীবাণুমুক্তিকরণ,করোনা,করোনা বিধিনিষেধ,স্কুল এবং কলেজ,১৬ই নভেম্বর থেকে খুলছে স্কুল ও কলেজ

স্কুলে এসে কোনো ছাত্র-ছাত্রী যদি করোনা আক্রান্ত হন তাহলে তার দায়িত্ব নেবে না স্কুল। ১৬ই নভেম্বর স্কুল খোলার আগে অভিভাবকদের কাছে এমনটাই বার্তা পাঠাল শহরের অধিকাংশ স্কুল। আর এই বার্তা থেকেই তৈরি হল বিতর্ক। একাংশের অভিভাবকদের অভিযোগ, “স্কুল নোটিশ মাধ্যমে নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।” তাদের আরও দাবি, ছাত্র-ছাত্রীরা স্কুলে গিয়ে কি করছে তা দেখা সম্ভব নয়। তাই এই দায়িত্ব সম্পূর্ণরূপে স্কুল কর্তৃপক্ষের। এবং সেই দায়িত্বকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না তাঁরা।” অপরদিকে, স্কুল কর্তৃপক্ষের দাবি, “কোভিড পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দায়িত্বভার পুরোটা কী কারণে তাঁদের উপরে বর্তাবে।”

আরও পড়ুন……কমলালেবু বিক্রেতা থেকে পদ্মশ্রী! ‘অক্ষর সন্ত’ হাজাব্বা জ্বালাচ্ছেন শিক্ষার আলো

প্রায় দেড় বছর পর ফের শুরু হচ্ছে করোনা পূর্ববর্তী পদ্ধতিতে পড়াশোনা। এই পরিস্থিতি রাজ্য জুড়ে এই প্রকার বিতর্ক তৈরি করছে এক নয়া সমস্যার। প্রসঙ্গত, রাজ্যে স্কুল খোলা নিয়ে একপ্রকার প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, একই সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সব ছাত্র-ছাত্রীকে আনতে চাইছে না রাজ্য সরকার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এক একটি ক্লাসের জন্য নির্দিষ্ট সময় করে দেওয়া হতে পারে বলে খবর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অধিকাংশ স্কুলে শুরু হয়ে গিয়েছে জীবাণুমুক্ত করার কাজ। স্কুল খোলার সঙ্গে সঙ্গে একাধিক ক্লাস রুম মাধ্যমে শুরু হবে পড়াশোনা। ধাপে ধাপে প্রত্যেক শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আনা হবে। এক একটি ক্লাসরুমে কম সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস করা হবে। সেক্ষেত্রে এক একটি বেঞ্চে এক একজন করেই শিক্ষার্থী বসাতে চাইছে রাজ্য। অভিভাবকদের সম্মতি নিয়ে ক্লাস করতে আসতে হবে।




Back to top button