Covid Update- রাজ্যে কোভিড দাপট অব্যাহত, ফের ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে রাজধানীতে

করোনার তৃতীয় ঢেউয়ের(Corona Third Wave) দাপট কিছুতেই কমছে না দেশজুড়ে। গত মাসেই ১০০ কোটি টিকাকরণের মাইলফল( Milestone) ছুঁয়েছে দেশ। দেশের স্বাস্থ্যমন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় এক কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও রাজ্যে ক্রমশ ঊর্ধ্বতন করোনার প্রকোপ। রাজ্যের প্রতিটি জেলাতেই একই হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত একমাসে যদিওবা স্বস্তির দেখা মিলেছিল করোনার গ্রাফে, কিন্তু ফের চিন্তা বেড়াচ্ছে রাজধানী কলকাতা সহ অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলি, বিশেষত উত্তর ২৪ পরগনা। তবে খুব একটা কম নেই হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা,নদিয়া প্রভৃতি জেলাগুলির আক্রান্তের পরিসংখ্যানও।

রাজ্যে করোনার খবর,কোভিড আপডেট,করোনার বাংলা খবর,রাজ্য করোনা আক্রান্তের খবর,করোনা ভাইরাসের খবর,রাজ্যের খবর,Corona News in the State,Covid Update,Corona Bangla News,State Corona Infected News,Corona Virus News,State News

গত কয়েকদিনে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরবঙ্গের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত ছিল দার্জিলিং জেলায়। পাশাপাশি করোনা প্রভাব বেড়েছে মালদা ও দুই দিনাজপুর জেলাতেও। একটু একটু করে প্রতিদিনই বৃদ্ধি পেয়ে চলেছে সংক্রমনের মাত্রা। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৮৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। রবিবার গোটা রাজ্যে করোনা টেস্ট করা হয়েছে ৪১,০৬৬ জনের এবং তার মধ্যে ৮৭৫ জন পজেটিভ অর্থাৎ শনিবারের তুলনায় করোনায় আক্রান্তের পরিসংখ্যান ২.১২ থেকে বৃদ্ধি পেয়ে ২.১৩ হয়েছে।

রাজ্যে করোনার খবর,কোভিড আপডেট,করোনার বাংলা খবর,রাজ্য করোনা আক্রান্তের খবর,করোনা ভাইরাসের খবর,রাজ্যের খবর,Corona News in the State,Covid Update,Corona Bangla News,State Corona Infected News,Corona Virus News,State News

বেশ কিছুদিন ধরে রাজ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছিল করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ায়, কিন্তু আবার উদ্বেগ বাড়িয়ে ফের উধ্বমুখী করোনা পজেটিভিটির হার। তবে সবচেয়ে বেশি চিন্তার কারণ রাজধানী কলকাতাকে নিয়ে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৩৮ জন যার মধ্যে মৃত ২। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪০ জন, ইতিমধ্যে মারাও গেছেন ১জন।

রাজ্যের(State) অন্যান্য জেলাগুলিতে(District) করোনা আক্রান্ত(Affected) ও মৃতের(Dead) পরিসংখ্যান :

রাজ্যে করোনার খবর,কোভিড আপডেট,করোনার বাংলা খবর,রাজ্য করোনা আক্রান্তের খবর,করোনা ভাইরাসের খবর,রাজ্যের খবর,Corona News in the State,Covid Update,Corona Bangla News,State Corona Infected News,Corona Virus News,State News

দক্ষিণ ২৪ পরগনা জেলা –

আক্রান্তের সংখ্যা : ৭১ জন, মৃতের সংখ্যা : ১ জন।

হাওড়া জেলা

আক্রান্তের সংখ্যা : ৬৩ জন, মৃতের সংখ্যা : ১ জন।

হুগলী জেলা

আক্রান্তের সংখ্যা : ৬৭ জন, মৃতের সংখ্যা : ০ জন।

দক্ষিণ দিনাজপুর জেলা

আক্রান্তের সংখ্যা : ২৬ জন মৃতের সংখ্যা : ০ জন।

বর্ধমান জেলা

আক্রান্তের সংখ্যা : ৩৫ জন, মৃতের সংখ্যা : ০ জন।

বাঁকুড়া জেলা

আক্রান্তের সংখ্যা : ২২ জন, মৃতের সংখ্যা : ০ জন।

বীরভূম জেলা

আক্রান্তের সংখ্যা : ১৯ জন, মৃতের সংখ্যা : ০ জন।

পুরুলিয়া জেলা

আক্রান্তের সংখ্যা : ১ জন, মৃতের সংখ্যা : ০ জন।

মালদা জেলা

আক্রান্তের সংখ্যা : ২১ জন, মৃতের সংখ্যা : ০ জন।

নদিয়া জেলা

আক্রান্তের সংখ্যা : ৪৯ জন, মৃতের সংখ্যা :০ জন।

দার্জিলিং জেলা

আক্রান্তের সংখ্যা : ৩২ জন, মৃতের সংখ্যা : ০ জন।

তবে পাশাপাশি আশার আলো দেখা যাচ্ছে রাজ্যে সুস্থতার হারেও(Percentageof Recovery) । গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। কমে আসছে সক্রিয় রোগীর (Active Patient) সংখ্যাও।




Back to top button