Cyclone Jawad- বাংলার মাটিতে জাওয়াদের পা, কী হতে চলেছে আগামী পরিস্থিতি

ঘূর্ণিঝড়(Cyclone) আর তার জেরে বৃষ্টি, এই সমস্যায় বাংলার মানুষকে ইদানিং ভুগতে হচ্ছে খুবই বেশি। বছর বছর ঘূর্ণিঝড়ের প্রভাব যেন বাংলার(West Bengal) মাটিতে হু হু করে বাড়ছে। এই পরিস্থিতি ফের এক ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে রাজ্যবাসীর মনে। আমফান(AamPhan), ইয়াস(Yaas) পেরিয়ে এবার কি তাহলে জাওয়াদের(Jawad) মুখে পড়ে ফের একবার বিপদকে গলা জড়িয়ে নিতে হবে? আর ঘূর্ণিঝড় এলেই ঠিক কতটাই বা প্রভাব পড়তে পারে বাংলা মাটিতে?- এই রকম হাজার হাজার প্রশ্ন এখন পড়ন্ত বিকেলের পুবের আকাশে হটাৎই কালো মেঘের ঘনঘটার মতোনই রাজ্যবাসীর মনে এসে জমায়েত করেছে।  তবে এই পরিস্থিতিতে শনিবার বিকালে কিছুটা স্বস্তি দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দফতর তরফে সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত জাওয়াদ ঘূর্ণিঝড়ের সম্ভবনা বাংলায় নেই। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।

হাওয়া অফিসের এই বার্তার জেরে এখন বেশ অনেকটাই স্বস্তি পেয়েছে বাংলা ও বাঙালি। শীতের মধ্যেই বঙ্গ জুড়ে এই নতুন বিপদের অশনি সংকেত বেশ দুশ্চিন্তায় ফেলেছিল রাজ্যবাসীকে। বিশেষত যারা চাষের সঙ্গে যুক্ত তাদেরকে খুব চিন্তায় ফেলেছিল জাওয়াদ। কারণ, এই সময় রাজ্য জুড়ে দেখা মেলে সোনালী ধান ক্ষেতের। পাশাপাশি, এই সময় বহু জমিতেই আলু চাষ হয়। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁদের চিন্তা যেন আরও বেশি। তবে কৃষকদের প্রতি সতর্কবার্তা এখনও রয়েছে।

Jawad,Cyclone,West Bengal,ঝড়,সাইক্লোনিক স্টর্ম,Cyclone Jawad,West Bengal Weather Update,Cyclone Jawad in West Bengal,Storm,Cyclone Jawad News,ঘূর্ণিঝড় জাওয়াদ,জাওয়াদ,আহাওয়া দফতর,বৃষ্টি,Weather forecast,Bengali news,news,weather news,west bengal weather,kolkata weather,weather update today,আবহাওয়া,আবহাওয়ার খবর,পশ্চিমবঙ্গের আবহাওয়া,কলকাতার আবহাওয়া

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছিল যে, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট এবং ঝড়ের বেগ বেশি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলীতে ৩০ থেকে ৪০ কিলমিটার বেগে ঝড় বইবে। সেখানে যথারীতি হলুদ সতর্কতা জারি কড়া হয়েছে।

আরও পড়ুন….Cyclone Jawad – চোখ রাঙিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, রইল নামকরণের পিছনের কাহিনী

জেনে নেওয়া যাক আগামী দু’দিন কোন জেলায়, কত গতিবেগে ঝড় বইবে- 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ই ডিসেম্বর অর্থাৎ রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে আগেভাগেই হলুদ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।

আগামী ৬ই ডিসেম্বর অর্থাৎ সোমবার দুই ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পাশাপাশি, কলকাতা, হাওড়া, হুগলী এবং পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। এই এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি কড়া হয়েছে।




Back to top button