Cyclone JAWAD – আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, সাইক্লোন নিয়ে সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আবহাওয়া অধিদপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরী হওয়া গভীর নিম্নচাপ ‘জাওয়াদ’ (Jawad) ধীরে ধীরে ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর শনিবার নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশ্যা (Andhrapradesh – Oddisa) উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদ শুক্রবার দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এগারশো কিলোমিটার দূরে অবস্থান করছিলো। ঘূর্নিঝড় জাওয়াদ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “এটির নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ায় আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।”

আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে সাইক্লোনের (Cyclone) জন্য সতর্ক (Precautions) বার্তা বাড়ানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষণাপত্র অনুযায়ী, চট্টগ্রাম (Chattagram), কক্সবাজার (Coxxbazar), মংলা (Mongla) ও পায়রা (Paira) সমুদ্রবন্দরকে এখন দুনম্বর দূরবর্তী সতর্ক সংকেত (Red Symbol) দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে পর্যন্ত না যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর (Meteorology Department)।

Catastrophic Cyclone,Cyclone Jawad,Cyclone Jawad Bangla News,Cyclone Jawad Live Update,Weather Bangla News,Weather Update,Rain News,Depression News,বিধ্বংসী ঘূর্ণিঝড়,ঘূর্ণিঝড় জাওয়াদ,ঘূর্ণিঝড় জাওয়াদের বাংলা খবর,ঘূর্ণিঝড় জাওয়াদের লাইভ আপডেট,আবহাওয়ার বাংলা খবর,আবহাওয়া আপডেট,বৃষ্টির খবর,নিম্নচাপের খবর

বৃহস্পতিবার গভীর রাত্রে বিশাখাপত্তনম (Visakhapattanam) থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এই নিম্নচাপটি তৈরী হয়েছে এবং বর্তমানে উত্তর-পশ্চিম প্রান্তের দিকে ধেয়ে আসছে। শুক্রবার সকালের দিকে এই নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হয়ে বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ-পশ্চিমে এসে গভীর নিম্নচাপে পরিণত হয় এবং শেষপর্যন্ত ঘূর্ণিঝড়ের আকার নেয়। এখন পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী, শনিবার অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত করার সম্ভাবনা থাকলেও সেটি স্থলভাগে ওঠার আগেই বিভিন্ন আলাদা আলাদা দিকে ঘুরেও যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন তাঁরা। তখন গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার। তবে যদি এই বাঁক নেয় তাহলে বাংলার সঙ্গে ঘূর্ণিঝড়ের দূরত্ব কমবে।

আরও পড়ুনঃ Cyclone Jawad: শীঘ্রই ধেয়ে আসছে ‘জাওয়াদ’, ঘণ্টায় গতিবেগ ১১০

মৌসম ভবন (Mausam Bhavan) থেকে প্রাপ্ত শুক্রবার দুপুর আড়াইটের বুলেটিন (Bulletin) সূত্রে জানা গেছে, বিশাখাপত্তনম থেকে ৪২০ কিলোমিটার, গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার, পারাদ্বীপ থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। ইতিমধ্যেই ৩রা ডিসেম্বর থেকেই প্রবল বৃষ্টিপাতের শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে। তবে ৪ ঠা ডিসেম্বর সেই বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের আকার ধারণ করে ভাষাতে পারে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সহ বাংলার (West Bengal) একাধিক জেলাও।




Back to top button