Cyclone Jawad- মুখ ভার আকাশের, অবিরাম বৃষ্টির জেরে ভুগছে রাজ্যবাসী

নিজের নামের অর্থের সম্পূর্ণ মান রেখেছে সে। মূলত, আরবি ভাষায়(Arbic Language) জাওয়াদ(Jawad) কথার অর্থ উদার। পূর্বাভাস মতোই উপকূলের প্রবেশের আগেই নিজের উদারতাকে প্রমাণ করে নিজের গতিকে সামলেছে জাওয়াদ। যার জেরে ঘূর্ণিঝড়(Cyclone) থেকে পরিণত হয়েছে নিম্নচাপে(Depresion)। রবিবার সকাল থেকেই রাজ্য জুড়ে দেখা গেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বিকাল গড়াতে না গড়াতেই বৃষ্টির(Rain) পরিমাণে দেখা গেছে ভীষণ মাত্রায় বৃদ্ধি। যার জেরে গঙ্গা, হলদি নদীর বক্ষে জলের মাত্রা বেড়ে যায় প্রায় দ্বিগুণ। ফলত, বন্ধ করে দিতে হয় ফেরি ব্যবস্থা।
উল্লেখ্য, গতকাল রাত থেকে টানা বৃষ্টি এমনকি সকালেও হালকা-মাঝারি বৃষ্টিপাতের জেরে বিরক্ত রাজ্যবাসী। জল থৈ থৈ চারিদিক। ঠনঠনিয়া সহ অপেক্ষাকৃত কয়েকটি নিচু এলাকাতেও জল জমেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা(Kolkata) দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। দিনভর আকাশ মেঘলা থাকবে। তবে, এদিন সময় যতই এগোবে ততই আবহাওয়ার উন্নতি দেখা দেবে। কমবে বৃষ্টি। মঙ্গলবার আবহাওয়া ক্রমশ স্বাভাবিক হবে।
এদিন হাওয়া অফিস(IMD) সূত্রে আরও জানা গিয়েছে, নিম্নচাপের জাওয়াদের(Jawad) জেরে আজ সারাদিনই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে উপকূল(Coast) ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এদিনও অশান্ত থাকবে সমুদ্র, সেই কারণে এখনও পর্যন্ত সমুদ্রে যাওয়াতে নিষেধাজ্ঞাই চাপানো রয়েছে। পশ্চিমবঙ্গের উপকুল ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত চলবে। তবে বিকালের দিকে এই ঝোড়ো খানিকটা কমে যেতে পারে।
আরও পড়ুন…..Cyclone Jawad- বেগ কমলেও নেই স্বস্তি, ভারী বৃষ্টির জেরে রাজ্য জুড়েই যেন লেগে গেছে তালা
উল্লেখ্য, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। তবে পূর্ব বাংলাদেশ লাগোয়া জেলা নদীয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যা বিকালের পর অনেকটাই কমবে। পাশাপাশি, নদীয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনাতেও বৃষ্টির জেরে জারি হলুদ সংকেত। প্রসঙ্গত, মঙ্গলবার থেকে দেখা যাবে আবহাওয়ায় উন্নতি। কমবে বৃষ্টির পরিমাণ, ধীরে ধীরে স্বাভাবিক রূপে ফিরে আসবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। এরপর, আগামী ১১ই ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়বে শীত, নামবে পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্থায়ীভাবে পড়তে চলেছে শীতের প্রভাব।