Duare Ration’- ‘দুয়ারে রেশন’ প্রকল্পে ৪২ হাজারের বেশি কর্মসংস্থান, বড় ঘোষণা মমতার
পাইলট প্রজেক্ট শুরু হয়েছিল দু’মাস আগেই। বুধবার থেকেই পুরো-দমে চালু হয়ে যাচ্ছে ‘দুয়ারে রেশন’(Duare Ration) প্রকল্প। বিধানসভা নির্বাচনের আগে বাসীর দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইমতো বঙ্গজয়ের হ্যাটট্রিকের পরই গত ১৫ সেপ্টেম্বর চালু হয় ‘দুয়ারে রেশনে’র পাইলট প্রজেক্ট।
এবার, দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্পে নয়া কর্মসংস্থানের হদিশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে কর্মী নিতে পারবেন ডিলাররা। তাঁদের বেতন ভাগ করে নেবে রাজ্য সরকার এবং ডিলার। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এমনই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রেশন ডিলার-শিপ নেওয়ার খরচ অনেকটাই কমালো রাজ্য।
বাড়ি-বাড়ি রেশন (Ration) পৌঁছে দেবার নয়া সু-উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই প্রকল্প চালু নিয়ে রেশন ডিলারদের একাংশের ক্ষোভ দেখা যায়। সেই ক্ষোভ মেটাতেই এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এতদিন রেশন ডিলাররা সরাসরি কোনও কর্মী নিয়োগ করতে পারতেন না। এবার থেকে তাঁরা দুজন করে কর্মী নিয়োগ করতে পারবেন। ফলে সবমিলিয়ে রাজ্যে নতুন ৪২ হাজার কর্মসংস্থানের হদিশ দিলেন মুখ্যমন্ত্রী। যাদের বেতন হবে মাসিক ১০ হাজার টাকা। তাঁদের বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার, অর্ধেক দেবেন রেশন ডিলাররা।
শুধু নতুন কর্মী নিয়োগ নয়, রেশন ডিলার-শিপ নেওয়ার খরচও কমাল বাঙ্গলার সরকার। জানালেন, এবার থেকে বাংলায় রেশন ডিলার-শিপ বাবদ দিতে হবে ৫০ হাজার টাকা। আগে এই খরচ ছিল ৫ লক্ষ টাকা। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তা কমিয়ে করেছিলেন ২ লক্ষ টাকা। এবার খরচ আরও কমিয়ে করা হল ৫০ হাজার টাকা। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও রেশন ডিলার করার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে প্রয়োজন হবে ২১ হাজার গাড়ির। মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, ডিলাররা যদি নিজেদের গাড়িতে রেশন পৌঁছে দেন তবে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে ভরতুকি। রেশন পৌঁছে দিতে নতুন গাড়ি কিনলেও দেওয়া হবে এই একই পরিমাণ টাকা। পাশাপাশি, কুইন্টাল প্রতি কমিশনও বাড়ানো হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “দুয়ারে রেশন প্রকল্পে শুধু মানুষের বাড়ি বাড়ী রেশন পৌঁছে গেল তাই নয়, নতুন কর্মসংস্থানও তৈরি হল। নতুন গাড়িও বিক্রি হবে প্রচুর। সবমিলিয়ে রাজ্যের অর্থনীতি অনেকাংশেই মজবুত হবে।” ওয়াকিবহাল মহল বলছে, রাজ্যের সামাজিক কল্যাণ প্রকল্পে শুধু আমজনতার সুবিধা হল তাই-ই নয় নতুন কর্মসংস্থানও তৈরি করল ‘দুয়ারে রেশন’। বিরোধীদের চমক দিয়ে এ এক নতুন তাস তৃনমূল সরকারের।