Cyclone Jawad- বেগ কমলেও নেই স্বস্তি, ভারী বৃষ্টির জেরে রাজ্য জুড়েই যেন লেগে গেছে তালা

বাংলায় এখন বাড়ছে জাওয়াদের(Jawad) প্রভাব। যথারীতি পুরীর উপকূলে প্রায় ঢুকে পড়েছে জাওয়াদ। আর তার জেরেই রীতিমতো ভারী বৃষ্টির(Heavy Rain) আওতায় পড়ে গিয়েছে বাংলা(West Bengal)। বৃষ্টির(Rain) জেরে রাজ্য জুড়ে উপছে পড়ছে জল। গঙ্গার বুকে বেড়েছে জলের পরিমাণ। পাশাপাশি, হলদিয়াতেও বাড়ছে জলের পরিমাণ। নিম্নচাপের জেরে প্রায় ভেসে যাওয়ার অবস্থা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলি। এই পরিস্থিতি বন্ধ ফেরি ঘাট।
প্রাকৃতিক দুর্যোগের জেরে আপাতত হাওড়া(Howrah) ও কলকাতার(Kolkata) পাশাপাশি হলদিয়াতেও বন্ধ হল ফেরি(Dock) সার্ভিস। সমস্যার মুখে সাধারণ মানুষ। এদিকে হুগলী(Hooghly) নদী জলপথ পরিবহণ সমিতি এবং ভূতল পরিবহণ সংস্থা খবর, রিভার ট্র্যাফিক পুলিশ এবং প্রশাসনের নির্দেশে লঞ্চ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে হাওড়া ফেরি ঘাটে একাধিক ভেসেলকে জেটির সঙ্গে বাঁধা অবস্থায় থাকতে দেখা যায়।
উল্লেখ্য, সকাল থেকে টানা বর্ষণ ও কোটালের কারণে গঙ্গার জল স্তরে বৃদ্ধি দেখা গেছে দ্বিগুণ। হাওড়া ফেরি ঘাটের জেটির একাংশ আপাতত জলের তলায়। দুর্যোগের কারণে ভুগতে হচ্ছে কর্মীদেরও। অধিকাংশ রাজ্যবাসী ঘরবন্দি থাকলেও বিরাম নেই তাঁদের। দুর্যোগের কারণে ভেসেলের দেখভালের দায়িত্বে রয়েছেন তাঁরা। কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, আবহাওয়ার কোনোরকম উন্নতি না দেখা যাওয়া পর্যন্ত আপাতত বন্ধ ফেরি ঘাট।
প্রসঙ্গত, পুরী উপকূলের অনেকটা কাছে পৌঁছে গিয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। আলিপুর আবহাওয়া দফতর থেকে আগেভাগেই জানানো হয়েছিল যে, ঘূর্ণিঝড়ের সেরকম প্রভাব পড়ার সম্ভবনা নেই বাংলায়। তবে আপাতত বাংলায় নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রুপান্তরিত হয়েছে জাওয়াদ। সকাল থেকে এক নাগাড়ে চলছে বর্ষণ আর তার জেরেই ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। চারিদিকে জল থই থই পরিস্থিতি, গঙ্গা বক্ষে আগের তুলনায় বেড়েছে জলের মাত্রা।
আরও পড়ুন….Cyclone Jawad- বাংলার মাটিতে জাওয়াদের পা, কী হতে চলেছে আগামী পরিস্থিতি
আপাতত হাওয়া অফিস সূত্রে খবর, এখনও আগামীকাল পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত। ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে মুক্ত হলেও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির মধ্যে দিয়েই যেতে হবে রাজ্যবাসীকে। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার দুই ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পাশাপাশি, কলকাতা, হাওড়া, হুগলী এবং পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে।