হাইভোল্টেজ কেন্দ্রে ভুয়ো ভোটার, বিজেপির কটাক্ষের মুখে তৃণমূল

রাজ্য রাজনীতির আজ এক বিশেষ দিন। আজই ঠিক হবে কে হবেন মুখ্যমন্ত্রী। কারণ আজকে ভবানীপুর কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব। আর এই কেন্দ্রের ওপরই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভবিষ্যৎ। তবে ভবানীপুরের(Bhawanipur) পাশাপাশি সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও আজকের দিনেই চলছে ভোট পুজো। মোটের উপর শান্তিপূর্ণভাবেই কাটছিল নির্বাচন, কিন্তু বেলা গড়াতেই ভবানীপুরে দেখা গেল গণ্ডগোল।

খালসা স্কুলে ভুয়ো ভোটারকে নিয়ে ছড়ায় তুমুল উত্তেজনা। এই ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরে ফেলেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তাঁকে তার পরিচয় পত্র দেখাতে বলা হলে সে দেখাতে পারে না। অভিযুক্তের পাল্টা যুক্তি, “আমি এখানকারই ভোটার তবে পরিচয়পত্র সঙ্গে নিয়ে ঘুরছি না।”

BJP,TMC,Bhawanipur,By-election,mamata banerjee,priyanka tribrewalবিজেপি,তৃণমূল,ভবানীপুর,উপনির্বাচন,মমতা বন্দ্যোপাধ্যায়,প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

এই বিষয়ে অবশ্য বিজেপির(BJP) অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করতে ভুয়ো ভোটারদের নিয়ে এসেছে তৃণমূল, অন্যদিকে, তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ করছে। বিজেপিই ভুয়ো ভোটার এনে অশান্তি পাকানোর চেষ্টা করছে। তবে অভিযুক্তের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে একদল ব্যাক্তি তাকে নিয়ে পালায়। এরপর বিজেপির প্রার্থীরাও তাঁদের দিকে তাড়া করে।

এই পরিস্থিতিতে বিজেপির তরফে অভিযোগ করাহয়েছে, যারা এই ভুয়ো ভোটারকে নিয়ে পালিয়ে যান তাঁরা সবাই তৃণমূল কর্মী। তাঁদের কুকীর্তি ফাঁস হতেই সেখান থেকে পলাতক হন তাঁরা। বিজেপি তরফে কটাক্ষ করে আরও বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হতে পারবে না সেটা জেনে গিয়েছে তৃণমূল। আর সেই কারণেই তাঁরা এখন ভুয়ো ভোটারদের নিয়ে আত্মসম্মান বাঁচানোর লড়াইয়ে নেমেছে।




Back to top button