Gold Rate: আবারও বৃদ্ধি পেল সোনার দাম, আপনার শহরে কত দাম জেনে নিন

প্রতিদিন প্রায় সকল জিনিসপত্রের দামের পারদ হুহু করে বেড়ে চলেছে। পণ্য সামগ্রী, ভোজ্য তেল, জ্বালানি তেল সবকিছুর দামের গ্রাফ তরতরিয়ে উঠছে ক্রমেই। সেই কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষের নাজেহাল অবস্থা বর্তমানে। যাও বা সোনা কিনে তাঁরা ‘গচ্ছিত’ সম্পদ হিসাবে মজুত রাখতো সেটাতেও একটা ভাটার টান দেখা যাচ্ছে। এইসমস্ত কারণে বর্তমানে অনেকেই সোনা কেনার থেকে বিরত থাকছেন। কারণ সব জিনিসের সাথে ক্রমেই সোনার দামও বেড়েই চলেছে। এবং কলকাতা শহরে সোনার দাম প্রায় অনেকটাই বেড়েছে। আসুন জেনে নেওয়া যাক আপনার শহরে কোথায় কতো বাড়লো দাম।
আজকে কলকাতা(Kolkata) শহরে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ধার্য করা হয়েছে(22 Carat Gold price) ৪,৭২৭ টাকা এবং ১০ গ্রামের(10 Gram) মূল্য হয়েছে ৪৭,২৬০ টাকা। গতকালও যার মূল্য এর থেকে সামান্য কম ছিল। এবং কোলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট(24 Carat Gold Price) সোনার মূল্য ৪,৯৯৭ টাকা এবং ১০ গ্রামের মূল্য হয়েছে ৪৬,৯৭০ টাকা। গতকালের তুলনায় এই দাম সামান্য বেশী। প্রসঙ্গত, যদি চলতি বছরের ডিসেম্বর মাসের শুরুতে সোনার দামে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে ৪ঠা ডিসেম্বরে ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার মূল্য ছিল ৪৬,৮৫০ টাকা এবং বর্তমানে সেই মূল্য ৪৭,২৭০টাকা অর্থাৎ ১৯০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম।
উল্লেখ্য ডিসেম্বরের শুরুর দিকে অর্থাৎ ৪ঠা ডিসেম্বরে ১০ গ্রামের(10 gram) ২৪ ক্যারেট সোনার মূল্য(24 carat gold Price) ছিল ৪৯,৫৫০ টাকা এবং বর্তমানে তা ৪৯,৯৭০ টাকা অর্থাৎ ১৯০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। নভেম্বরের শেষে দাম কমলেও বিগত কয়েকদিনের মধ্যে ফের বৃদ্ধি পেয়েছে সোনার দাম। ১০ গ্রামের(10 Gram) ২২ ক্যারেট সোনার মূল্য(22 carat Gold Price) ডিসেম্বরের শুরুতে যে মূল্য ছিলো বর্তমানে সেই মূল্য বেড়েছে ১৯০টাকা। এদিন সোনার দাম ছিল ৪৭,৮৫০টাকা। একই তফাৎ ছিল ১০ গ্রামের ২৪ ক্যারেটের সোনাতেও। সেই দিন সোনার দাম ছিল ৪৯,৫৫০টাকা। আজ সেটার দাম বেড়ে ৪৯, ৯৭০টাকায় এসে দাঁড়িয়েছে। এরপর থেকে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের সোনার দাম বেড়েই চলেছে। বর্তমানে যার দাম হয়েছে ৪৯,৯৭০টাকা। বছরের শেষে তাই সোনার দাম কমার প্রবনতা ক্রমেই কমছে বলে অভিমত অনেকেরই।