Liquor Cheaper: সুরাপ্রেমীদের জন্য সুখবর, ঠাণ্ডার মরশুমে কমছে বিলেতি মদের দাম

“দো পেগ মার অওর ভুল যা”- শীতের মরশুম আর রাত বাড়তেই ঠাণ্ডাটাও বেশ জাঁকিয়ে পড়ছে। এই পরিস্থিতি হাতের গ্লাসটা যদি ফাঁকা থাকে তাহলে মন বড়ই উদাসীন হয়ে পড়ে সুরাপ্রেমীদের(Alcohol lover’s)। ঠাণ্ডার রাতে মন চায় বিলেতি মদ(Wine), কিন্তু পকেট যে গড়ের মাঠ এই পরিস্থিতি বিলেতি মদ আনা বড়ই কঠিন। তবে আর চিন্তা নেই! কারণ আগামী ১৬ই নভেম্বর থেকে কমছে বিলেতি মদের দাম। শুধু বিলেতি মদই ময়, বেশ খানিকটা সস্তা হবে চিল্ড বিয়ারও।  তাই এক কথায় বলা যেতেই পারে, আগামী মঙ্গলবার(Tuesday) সুরাপ্রেমীদের জন্য একটা “গ্রেট ডে”। রাজ্য সরকার আবগারি শুল্ক(excise Duty) কমানোর জন্যই এই দাম কমছে। এর ফলে বাজারের স্বাভাবিক নিয়মে বিলিতি মদ ও বিয়ার বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।  তাই রাজ্যের সার্বিক আবগারি রাজস্ব(Excise Duty Revenue) বাড়বে বলে আশাবাদী প্রশাসন।

রাজ্যের অর্থ দফতর প্রকাশিত সার্বিক আবগারি শুল্কের হার সংশোধন করেছে। এর জেরে ভারতে উৎপাদিত সমস্ত বিলিতি মদ ও বিয়ারের দামে দেখা যাবে হ্রাস। বিশেষজ্ঞরা জানিয়েছে, বিলেতি মদের(Foreign Liquor) দাম এখনকার তুলনায় প্রায় ২৫ শতাংশ কমবে(25% Cheaper)।  সর্বোচ্চ ২,০০০ টাকা এমআরপি পর্যন্ত দাম ১০০ থেকে ৪৫০ টাকা মতো কমবে। আর ২,২০০-২,৩০০ টাকা এমআরপি-র ক্ষেত্রে দাম ৫০০-৬০০ টাকা পর্যন্ত কমতে পারে।

Beer,Excise Duty,Liquor বিলিতি মদ,Tuesday,Wine,Wine Lover,excise Revenue,আবগারি রাজস্ব,আবগারি শুল্ক,বিয়ার,মঙ্গলবার,সুরাপ্রেমী,ট্যাক্স,tax,west bengal

তবে বলা বাহুল্য, পুরানো মদের স্টক শেষ না হওয়া পর্যন্ত নতুন দামের মদ তুলবে না দোকানদারেরা। কিন্তু এই পরিস্থিতি একটি প্রশ্ন বার বার চাগাড় দিয়ে উঠছে তা হল, দাম কমলে রাজ্য সরকারের রাজস্ব আদায়ও কমে যাবে। ফলে দৈনন্দিন খরচ ও মূলধনী ব্যয়ের জন্য রাজ্য এই আর্থিক ঘাটতি কি করে পূরণ করবে সেই বিষয়ে এক প্রশাসনিক কর্তার মত, রাজস্ব আদায় কমবে না। বরং, দাম কমলে বিক্রি বাড়বে এবং তাতে আবগারি রাজস্ব সংগ্রহও এখনকার তুলনায় অবশ্যই বৃদ্ধি পাবে।

রাজ্য সরকার তরফে আবগারি শুল্ক কমানোর জেরে কমেছে বিলেতি মদের দাম। জেনে নিন কোন মদের কি দাম-

Beer,Excise Duty,Liquor বিলিতি মদ,Tuesday,Wine,Wine Lover,excise Revenue,আবগারি রাজস্ব,আবগারি শুল্ক,বিয়ার,মঙ্গলবার,সুরাপ্রেমী,ট্যাক্স,tax,west bengal




Back to top button