Weather Update- সকাল থেকেই বৃষ্টি, কতদিন থাকছে এই স্যাঁতসেঁতে আবহাওয়া
সকাল থেকেই মেঘলা আকাশ। সকালের চায়ের সাথে হাল্কা বিস্কুট আর দুপুরে খিচুড়ি। সবটা মিলিয়ে জমজমাট দিন। কিন্তু যদি ধেয়ে বৃষ্টি আসে তাহলে কি আপনি তৈরি?
আর কিছু দিনের মধ্যেই রাজ্যে নামতে চলেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। ফলাফল সপ্তাহের প্রথম দিনে মেঘলা আকাশ আর সকালে শহরতলিতে এক ফসলা বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুর জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা- মাঝারি বৃষ্টি অব্যাহত। এদিন সোমবার সকালেও এই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। দুপুরের আকাশেরও যেন মন খারাপ।
আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে জানান হয়েছিল, সোমবার সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাতাস বইবে ১৩ কিমি / ঘন্টা। আর তারপর থেকেই কনকনে ঠাণ্ডা পড়ার প্রবল সম্ভাবনা উসকে দিয়েছে আবহাওয়াবিদরা। কিন্তু সকাল থেকে হাল্কা বৃস্টির ছোয়া পাওয়া গেলেও এখনও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দেখা নেই। তামিলনাড়ু থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে অন্ধ্রপ্রদেশ ওড়িশা-র উপর দিয়ে বয়ে গিয়েছে কালো ঘন মেঘ। যার ফলস্বরূপ হল এই নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাব সোমবার পর্যন্ত রাজ্যে লক্ষ্য করা যাবে। আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে কেটে যাবে এই পরিস্থিতি। ১৬ নভেম্বর থেকেই ফিরবে শীত, কমবে রাতের তাপমাত্রা।
আরও পড়ুন….BJP-TMC row- পুরভোটের সিটের মূল্য ১ লক্ষ টাকা, কাঠগড়ায় গেরুয়া শিবির
আজকের দিনের রাজ্যের সব্বোর্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আদ্রতা থাকবে ৮৫ শতাংশের আশেপাশে এবং আকাশ ৯৭ শতাংশ মেঘে ঢেকে থাকার সম্ভাবনাও রয়েছে।