Kmc Election 2021: ভোট চুরি হয়েছে অর্ধেক বুথেই দাবি শুভেন্দু অধিকারীর, রাজ্য-কমিশনকে আক্রমণ ট্যুইটের মাধ্যমে

নভেম্বরে পুরভোট ঘোষণার পরেই শুরু হয়েছিল দেদার প্রচারপর্ব কলকাতা জুড়ে। সাথে চলেছিল এক দল অপর দলের প্রতি কাঁদা ছোড়াছুড়ি। উত্তেজনার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখীর সাথে সাথেই অবশেষে ১৯ তারিখ এল পুরভোটের সকাল। ভোট দিতে নামলেন এবার কলকাতাবাসী(Kolkata)। ভোট শুরুর প্রাক্কাল থেকেই খবর আসতে লাগলো বিভিন্ন বিষয়ের। যেমন ছাপ্পা, বুথজ্যাম, বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগের সাথে ভোটের হার কমের খবর উঠে আসতে লাগলো সারাটাদিন ধরেই। এমনকি কলকাতার পুরভোটের দিন সমস্ত বুথে আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী পক্ষ। কারন তারা জানান পুলিশের ভূমিকা ভোটের সময় অত্যন্ত অবনতির দিকে ছিল।এই বিষয়গুলো নিয়ে শাসক তৃণমূলকে(trinamool) বেশ দৃঢ় ভাষায় আক্রমণ করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রেহাই দিলেন না নির্বাচন কমিশনকেও।

পুরভোট কবে,পুরভোটে কোন দল আছে,পুরভোট কি,কোলকাতায় পুরভোট,হাইকোর্টের নির্দেশ,কমিশন ভোট নিয়ে বক্তব্য,পুরভোটের প্রচার,কলকাতার খবর,বাংলার খবর,When is the KMC poll,which party is in the KMC vote,what is the KMC vote,KMC vote in Kolkata,High Court order,statement on commission vote,pre-poll campaign,Kolkata News,Bangla News,BJP,TMC,CPM,leaders

আরও পড়ুন: Coronavirus: ওমিক্রন আতঙ্কের জের, পুরো পরিবারকে খুন করে পলাতক ডাক্তার

শুভেন্দুর বলেন, ভোট লুট হয়েছে। তৃণমুল ১০০টির বেশি ওয়ার্ডে ভোট লুট করেছে এবং সেটা কমিশনের তত্বাবধানে। শান্তিপূর্ণ ভোটের জন্য কলকাতার প্রতিটি বুথে ছিল সিসেটিভি যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় কিন্তু শুভেন্দু বলেন অর্ধেক জায়গায় ক্যামেরা বন্ধ ছিল। এই সমস্ত অভিযোগ শুভেন্দু টুইট করেন রবিবার কলকাতা পুরভোট চলাকালীন। টুইটের মাধ্যমে যে তিনি সরাসরি আক্রমন করলেন কার্যত নির্বাচন কমিশন ও তৃণমূলকে তা বলার অপেক্ষা রাখেনা। তবে চুপ করে নেই তৃণমূল, পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পুরভোট চলাকালীন বিরোধি দলের এই অভিযোগের তোপকে তোয়াক্কা না করেন তিনি সেই প্রসঙ্গে বলেন ‘‘অজুহাত চাই তো। যখন ভোটের ফল ঘোষণার পর তৃণমূলের জয় দেখবে তখন কিছু তো একটা বলতে হবে মুখ বাঁচাতে! তাই আগে থেকে এসব বলে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে ওরা।” অভিষেকের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে কলকাতার রাজনৈতিক মহলে।

শুভেন্দুও দমবার পাত্র নয়। আবারও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে টেনে টুইটারে আক্রমণ করেন শুভেন্দু। কঠোর ভাষায় এক টুইট পোস্টে তিনি লেখেন, “কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। কিন্তু, বসানো হলেও সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এইভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন করছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।” এদিকে পুরভোটের আবহে সকাল থেকে ক্রমেই দফায় দফায় অশান্তির খবর চারপাশ থেকে এলেও সেকথা মানতে নারাজ কলকাতা যুগ্ম পুলিশ কমিশনার। তিনি জানান সকাল থেকে শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে কলকাতায়। যদিও বিভিন্ন ঘটনার দরুন এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 




Back to top button