Kmc Election 2021: ভোট ছাপ্পা হওয়ার ভিডিও ফাঁস করল বিজেপি, বাকরুদ্ধ তৃণমূল

পুরভোট শুরুর প্রাক্কাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা। বিভিন্ন জায়গা থেকে খবর আসতে লাগলো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে ছাপ্পা, বুথজ্যাম, বিরোধী এজেন্টদের মারধর, পুলিশের সাথে ধস্তাধস্তি সবকিছুই একে একে উঠে আসছিল বিভিন্ন টিভির পর্দায়। অভিযোগের সাথে ভোটের হার কমের খবর উঠে আসতে লাগলো সারাটাদিন ধরেই। ইতিমধ্যেই পুলিশ ৭২জনকে গ্রেপ্তার করা হয়েছে ভোট চলাকালীন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য। এছাড়াও কলকাতার পুরভোটের দিন সমস্ত বুথে আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী পক্ষ। কারন তারা জানান পুলিশের ভূমিকা ভোটের সময় অত্যন্ত অবনতির দিকে ছিল।এই বিষয়গুলো নিয়ে শাসক তৃণমূলকে বেশ দৃঢ় ভাষায় আক্রমণ করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রেহাই দিলেন না নির্বাচন কমিশনকেও।

পাশাপাশি বিজেপির এক নেতা অমিত মালব্য টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন যা থেকে বিরোধি দলের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। অমিত মালব্য রবিবার সন্ধ্যায় একটি ভিডিও টুইট করেন। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন যুবক নিজের ভিডিও শুট করেছেন যে ভিডিওটিতে দেখা যাচ্ছে ছেলেটি প্রথম ভোট দিয়ে এসে আবার লাইনে দাড়াচ্ছে পরবর্তী ভোট দেওয়ার জন্য। এই ভিডিওর ক্যাপশনে মালব্য লিখেছেন, “একটাও চালু সিসিটিভি ক্যামেরা নেই, কোনও পুলিশি নিরাপত্তা নেই, নির্বাচন কমিশনের কোনও আধিকারিক নেই, কোনও ভিভিপ্যাট নেই, কোনও কেন্দ্রীয় বাহিনী নেই, কারণ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আর্জি খারিজ করে দিয়েছে, ভোটার ও বিজেপি নেতাদের আটকাচ্ছে পুলিশ।”

পাশপাশি শুভেন্দুর আক্রমণ ছিল গোটা রাজ্য কমিশনের উপরেও। তিনি বলেন, ভোট লুট হয়েছে। তৃণমুল ১০০টির বেশি ওয়ার্ডে ভোট লুট করেছে এবং সেটা কমিশনের তত্বাবধানে। শান্তিপূর্ণ ভোটের জন্য কলকাতার প্রতিটি বুথে ছিল সিসেটিভি যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় কিন্তু শুভেন্দু বলেন অর্ধেক জায়গায় ক্যামেরা বন্ধ ছিল। এই সমস্ত অভিযোগ শুভেন্দু টুইট করেন রবিবার কলকাতা পুরভোট চলাকালীন।  টুইটের মাধ্যমে যে তিনি সরাসরি আক্রমন করলেন কার্যত নির্বাচন কমিশন ও তৃণমূলকে তা বলার অপেক্ষা রাখেনা। তবে চুপ করে নেই তৃণমূল, পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পুরভোট চলাকালীন বিরোধি দলের এই অভিযোগের তোপকে তোয়াক্কা না করেন তিনি সেই প্রসঙ্গে বলেন ‘‘অজুহাত চাই তো। যখন ভোটের ফল ঘোষণার পর তৃণমূলের জয় দেখবে তখন কিছু তো একটা বলতে হবে মুখ বাঁচাতে! তাই আগে থেকে এসব বলে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে ওরা।” অভিষেকের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে কলকাতার রাজনৈতিক মহলে।

আরও পড়ুন…..KMC election 2021: বোমাবাজি থেকে রক্তপাত, সি ভোটার সমীক্ষায় কার পক্ষে কলকাতা

শুভেন্দুও দমবার পাত্র নয়। আবারও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে টেনে টুইটারে আক্রমণ করেন শুভেন্দু। কঠোর ভাষায় এক টুইট পোস্টে তিনি লেখেন, “কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। কিন্তু, বসানো হলেও সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এইভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন করছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।”এভাবেই একে অন্যের উপর পুরসভা ভোটের সারাটাদিন জুড়ে আক্রমণ।




Back to top button