Kolkata Market Rate:শীতের সবজির চাহিদার সাথেই বাড়ছে বাজার দরও

শীত পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। কারণ ডিসেম্বরের আজ প্রায় এগারো দিন হতে চললো। সাথে বাড়ছে পণ্য সামগ্রীর দামও। সোনার দাম আর পেট্রোল ডিজেলের দামের অনেক হের ফের হলেও একসাথেই প্রতিদিন এর মূল্য বেড়েই চলেছে। কমার নাম নেই। সাথে বাড়ছে বাজার দামও। ইতিমধ্যেই গরীব ও মধ্যবিত্তদের মাথায় হাত। সোনা নয় নাই কিনলো, পেট্রোল নয় যাদের বাইক আছে তারা কদিন নাই বা ভরলো কিন্তু খাদ্য সামগ্রী বিশেষত কাঁচামালের দাম এভাবে বেড়ে চললে কি খাবে তারা দিনে বা দিনের শেষে। এ নিয়ে ভ্রুক্ষেপ অবশ্য এখনও নেই কারোরই। ‘চলে যাবে’ এই মনোভাব নিয়েই দিন চলছে অধিকাংশেরই।
ইতিমধ্যেই কলকাতার হাতি বাগান, লেক মার্কেট, মানিকতলা সহ শহরের বিভিন্ন জায়গায় বাজারের দাম প্রায় আকাশছোঁয়া হয়ে গিয়েছে। খোলা বাজারে পেঁয়াজের দাম হয়েছে ২৫ টাকা প্রতিকিলো। আদা ১২০-১৫০ টাকা প্রতিকিলো। উচ্ছের দাম ৬০ টাকা প্রতিকিলো। জ্যোতি আলুর দাম বেড়ে ৩০ টাকা প্রতিকিলো। পটলের দাম ৪০-৫০ টাকা প্রতিকিলো। গাজরের দাম বেড়ে ৬০ টাকা প্রতিকিলো। বেগুন – ৫০ টাকা প্রতিকিলো। এবং টমেটো ৮০ টাকা প্রতি কিলো।ফুলকপির প্রতি পিসের দাম ৩০ টাকা। ঢেঁড়স – ৪০ টাকা প্রতিকিলো । লঙ্কা ১০০ টাকা প্রতিকিলো।
মাছের বাজারেও দাম বেড়ে বাটা মাছের দাম হয়েছে ১৫০-১৮০টাকা, ভেটকি মাছ দা। ৩৫০-৫০০ টাকা। কাতলা (গোটা) ২৫০ টাকা, কাতলা (কাটা) ৩০০টাকা,এবং প্রতিকেজি রুই (গোটা) ১৬০ টাকা। ট্যাংরা মাছ ১২০-১৮০ টাকা কেজি, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১০০-১২০ টাকা, ভোলা মাছ প্রতি কেজি ১২০-১৮০ টাকা, পার্শে ২৫০-৩৫০ টাকা, মৌরোলা ৪০০ টাকা, পাবদা ৩০০-৪০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৪০০-৪৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৫৫০-৭০০ টাকা।
পাইকারি বাজারের মধ্যে জ্যোতি আলু ১৬-১৭ টাকা প্রতিকিলো। বেগুন ১৫ টাকা প্রতিকিলো। টমেটোর দাম ২০ টাকা প্রতিকিলো। লঙ্কার দাম বেড়ে ২৫-৩০ টাকা প্রতিকিলো। গাজরের দাম ২০-২৫ টাকা প্রতিকিলো। বাধা কপি ১২ টাকা প্রতিকিলো। করলার দাম ২৮–৪০ প্রতিকিলো। ফুল কপি প্রতি পিস ১০-২৩ টাকা, পেঁয়াজ ১৫ টাকা প্রতিকিলো, আদা ৭০ টাকা প্রতিকিলো, কুমড়ো ১০ টাকা প্রতিকিলো, উচ্ছে ৬০-৬৫ টাকা প্রতিকিলো হয়েছে।