Mamata Banerjee – ষড়যন্ত্রের শিকার শাহরুখ খান, মুম্বাইয়ের বৈঠকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার মুম্বাই সফরের দ্বিতীয় দিনে কবি-গীতিকার জাভেদ আখতারকে (Javed Akhtar) সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের (Maharastra) বিশিষ্টজনদের এক বৈঠকে হাজির হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) । সেদিন ঐ বৈঠকে উপস্থিত ছিলেন পলিচালক মহেশ ভট্ট (Mahesh Bhatt), অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar), অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadda), অভিনেত্রী মেধা পাটাকরের (Medha Pattakar) মতন বিশিষ্ট ব্যক্তিত্বরা। পাশাপাশি সেদিন ঐ বৈঠকে সাংবাদিকসহ উপস্থিত ছিলেন সমাজের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরাও।

ঐদিনের সাংবাদিক বৈঠকে লোকসভা ভোটে বিজেপি-বিরোধী অবস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন পরিচালক মহেশ ভট্ট। পরিচালক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, “অতি অবামপন্থীদের হাত থেকে দেশকে বাঁচাতে আপনি কী ভাবছেন?” সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা পূর্ণশক্তি দিয়ে লড়ব। নাগরিক সমাজকেও এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। বিজেপি-কে বোল্ড আউট করে দিতে হবে। এটা আপনারাই পারেন।’’ পাশাপাশি তিনি এও বলেন, “মহেশজি, আপনার সঙ্গে তো ষড়যন্ত্র করা হয়েছে। শাহরুখ খানও ষড়যন্ত্রের শিকার হয়েছেন।’’

Shahrukh Khan Aryan Khan

২০২০ সালের ১৪ ই জুলাই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে পরিচালক মহেশ ভাটকে দোষীর কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল পরিচালক মহেশ ভাটকে, যদিও বা পরবর্তীতে সেই দোষ প্রমাণ করা যায়নি। সাথে জড়িয়েছিল বান্ধবী তথা প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামও। এরপর চলতি বছরের গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী জাহাজ থেকে মাদককান্ডের অভিযোগে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।

মাদক-কাণ্ডে প্রায় একমাস জেলেও কাটিয়েছিলেন শাহরুখ-পুত্র। শাহরুখের ছেলে গ্রেফতার হবার পর থেকে রীতিমত সর্বত্র সেই নিয়েই চর্চা হতে থেকে। একাধিকবার আদালতে জামিনের জন্য আবেদন করা হলেও মেলেনি জামিন। শেষমেশ প্রায় ১ মাসের মাথায় জামিন মেলে। সম্ভবত সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। প্রসঙ্গত উল্লেখ্য, ঐদিনের বৈঠকে জাতীয় সংগীত অবমাননার দাবীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মুম্বাইয়ের এক বিজেপি নেতা।




Back to top button