Cyclone Jawad – চোখ রাঙিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, রইল নামকরণের পিছনের কাহিনী

শাহিনের পর এবার ঘুর্নিঝড় ‘জাওয়াদ (Jawad)’ আচড়ে পড়েছে বাংলায়। এমতাবস্থায় আতঙ্কে রাজ্যবাসী। ইতিমধ্যেই উপকূলে বৃষ্টি (rain) শুরু হয়ে গিয়েছে। সাথে বইছে ঝোড়ো হাওয়া (stormy wind)। বাতাসের মুখ ভার শনিবার সকাল থেকেই। প্রত্যেক জিনিসের নাম সহ তার নির্দিষ্ট মানে থাকে। সৌদি আরবের দেওয়া ঘূর্ণিঝড়ের নাম ‘জাওয়াদ’- র মানে দয়ালু বা উদার অথবা দানশীল। কিন্তু বিধ্বংসী ঝড়ের নাম এরূপ রাখার কারণ কি হতে পারে। জাওয়াদ নামকরণের কেনো এই প্রশ্নের ব্যাখ্যায় নাম প্রদানকারীরা বলেন, তাঁদের প্রার্থনা ঈশ্বরের কাছে এটাই যে ঝড়ে যেন ক্ষয়ক্ষতি বেশি না হয়। মানুষের দুর্ভোগ যেনো কোনোভাবেই না আসে আবার। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনা নিয়ে ঝড়ের নাম ঠিক করেছে সৌদি আরব (Saudi Arab)।
আরবি শব্দ ‘জাওয়াদ’-এর অর্থ করুণাময় বা উদার৷ আবহওয়াবিদদের মতানুযায়ী গুলাব, ফণি, ইয়াসের মতো জাওয়াদ ঘূর্ণিঝড় ততটা বিধ্বংসী বা ভয়ঙ্কর নয়৷ এ কারণেই তার এরূপ নাম রাখা। আবহাওয়াবিদরা জানিয়েছেন ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া সহ ক্রমশই বৃষ্টির পরিমাণ বাড়ছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে।অতি ভারী বৃষ্টি হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে বইছে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে। তারা আরও জানান, রবিবার বৃষ্টির পরিমাণের সাথে বাড়বে ঝোড়ো হাওয়ার গতিবেগ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা।
আরও পড়ুনঃ আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, সাইক্লোন নিয়ে সতর্কবার্তা বিশেষজ্ঞদের
রবিবার প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অবাহাওয়া দপ্তর। জেলাগুলিতে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর ও কাকদ্বীপে এনডিআএফ ও এসডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। মঙ্গলবারেও বৃষ্টির আশঙ্কা থাকবে বলে জানায় আবহাওয়া দপ্তর।সেদিন উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তাই বলা চলে জাওয়াদের আতঙ্ক বাংলায় উপর দিয়ে যেতে এখনও তিনদিন বাকি।