উত্তরবঙ্গের কিছু বিখ্যাত কালীপুজো, দেখে নিন এক নজরে
কালীপুজোর ক্ষেত্রে, অনেকটাই এগিয়ে উত্তরবঙ্গ। প্রচুর মাত্রার কালীপুজো হয় এখানে। আলো, শব্দবাজি, লোকের ভিড়, ইত্যাদি সবকিছুতেই ভর্তি হয়ে যায় সবকটি জেলা। সুতরাং কালীপূজার সময়ে, এক অন্যরকমের আবহাওয়া লক্ষ্য করা যায় উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গ: যখনই প্রসঙ্গ ওঠে দুর্গাপুজোর (Durga Puja), সবার আগে চর্চায় উঠে আসে দক্ষিণবঙ্গ (South Bengal)। বরাবরই দক্ষিণবঙ্গের দুর্গাপুজো রাজ্যের বাসিন্দাদের মনে আলাদা জায়গা দখল করে আছে। বিভিন্ন মণ্ডপ থিমের বাহার। শহর কলকাতা (Kolkata) থেকে শুরু করে মেদিনীপুর-মুর্শিদাবাদ (Midnapore-Murshidabad), সব জায়গায় চলে কর্মযজ্ঞ। প্রতিটি এলাকায় বনেদি বাড়ির পুজো (Home Based Puja) থেকে শুরু করে বারোয়ারী পুজোয়ে (Community Based Puja) ভর্তি। পিছিয়ে নেই কালীপুজোও (kali puja)। তবে কালীপুজোর ক্ষেত্রে, অনেকটাই এগিয়ে উত্তরবঙ্গ (North Bengal)। প্রচুর কালীপুজো হয় এখানে। আলো (Light), লোকের ভিড় (Crowd), সবকিছুতেই ভর্তি হয়ে যায় সবকটি জেলা। কালীপুজোর সময়ে, এক অন্যরকমের আবহাওয়া লক্ষ্য করা যায় উত্তরবঙ্গে। কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে কোনও অংশেই কম যায় না এই এই বঙ্গের কালীপুজো।
কালীপুজোকে ঘিরে উত্তরবঙ্গের মানুষদের আগ্রহ চরম। শ্যামা মায়ের আরাধনা শুরুর সপ্তাহখানেক আগে থেকে উন্মাদনা থাকে তুঙ্গে। সে প্যান্ডেল (Pandal) তৈরি করা থেকে শুরু করে হোক কি বাজি তৈরি করা।, সবেতেই এগিয়ে এই জেলার মানুষেরা। এমনকি, এই সময়ে দক্ষিণবঙ্গ (South Bengal) থেকেও মানুষ এসে ভিড় জমায় উত্তরবঙ্গে। জানতে চান উত্তরবঙ্গের বিখ্যাত কালীপুজো কোনগুলো। চলুন জেলা অনুযায়ী জেনে নেওয়া যাক।
শিলিগুড়িতে (Siliguri) তুলনামূলকভাবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর থেকে কম পুজো হয়। তবে এখানেও রয়েছে কিছু আকর্ষণীয় পুজো। যেমন বিবেকানন্দ ক্লাব হাকিমপাড়া, গ্লোব ট্রটার্স স্পোর্টিং ক্লাব, তরুণ সঙ্ঘ।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri)। এখানকার আকর্ষণীয় কালীপুজো বলতে যুবকল্যাণ সমিতি, ইউরেকা ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাজেশন, সঙ্ঘশ্রী ক্লাব।
এরপরই রয়েছে উত্তর দিনাজপুর (North Dinajpur) ও দক্ষিণ দিনাজপুর (South Dinajpur)। এখানকার জনপ্রিয় পুজো বলতে নেতাজি পাঠাগার ক্লাব, ইসলামপুর আমবাগান কলোনি, মুনলাইট ক্লাব, বালুরঘাট ক্লাব, যুবশ্রী ক্লাব, বুড়াকালীবাড়ি, পঞ্চমুণ্ডির আসন।
এছাড়াও বাকি জেলাগুলিতে রয়েছে বিভিন্ন নজরকাড়া কালীপুজো। সবুজ সংঘ, রবীন্দ্র সংঘ, দিনহাটা নাম নেই সংঘ, হাটখোলা ইউনিট, সুভাষপল্লী ইউনিটের পুজো দেখার মতো।