জলপাইগুড়িতে বন্যা পরিস্থিতি, হাতিনালা ক্যানেল উপচে বাড়িতে ঢুকছে জল, ফুঁসছে তিস্তা

বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। জলবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

টানা বৃষ্টির জেরে জলপাইগুড়িতে বন্যা পরিস্থিতি। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। জলবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। এই অবস্থায় কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং সমতলে।

উত্তর থেকে দক্ষিণ, টানা বৃষ্টি চলছে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরেই এই অবস্থা। তিস্তা এবং করলা নদীর জল বাড়ছে। ফলে বন্যা পরিস্থিতি জলপাইগুড়িতে। অনেক এলাকায় বাড়িতে জল ঢুকে গিয়েছে। কার্যত ঘরবন্দী কয়েক হাজার মানুষ। শিলিগুড়ির উপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দাও ফুলে ফেঁপে উঠেছে।

Jalpaiguri,North Bengal,Flood Situation,Teesta River

রাস্তার জল ঘরে, বাড়িতে ঢুকে যাওয়ায় বিপর্যস্ত বহু পরিবার। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকাবাসী বলছেন, ‘পুরনিগম অনেক কথা বলে গিয়েছিল। এক বছরের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। কিন্তু ওদের কোনও ভ্রূক্ষেপই নেই’। আরেক বাসিন্দা বললেন, ‘সকাল থেকে ঘরের জিনিসপত্র, বিছানা তুলে রাখছি। আমাদের এই সমস্যা আর মিটবে না’।

সেচ দফতর জানিয়েছে, তিস্তা, জলঢাকা-সহ সব নদীতেই জল বাড়ছে। হাতিনালা উপচে বানেরহাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নাগরাকাটায় ডায়না নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে’।

বানেরহাটের হাতি নালা ক্যানেল দিয়ে ভুটালের জল পাস হয়। কয়েকদিন ধরে ভুটানেও লাগাতার বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জল হাতি নালা ক্যানেল উপচে বানেরহাটের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। ফলে অনেক বাড়িতেই জল ঢুকে যায়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ।




Leave a Reply

Back to top button