৪০ পথশিশুর স্বাস্থ্য পরীক্ষা, উদ্যোগে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রাক্তনীরা
সকাল থেকে ভিড়। ময়লা জামা, ছেঁড়া ফ্রক, শীর্ণকায় হাত-পা। রায়গঞ্জ কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকার ছোট ছোট ছেলেমেয়ে।

সকাল থেকে ভিড়। ময়লা জামা, ছেঁড়া ফ্রক, শীর্ণকায় হাত-পা। রায়গঞ্জ কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকার ছোট ছোট ছেলেমেয়ে। শুক্রবার তাদেরই স্বাস্থ্য পরীক্ষা করলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডা: নীলাঞ্জন মুখোপাধ্যায়।
রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ১৯৯৫ সালের উচ্চমাধ্যমিক ব্যাচের ১১ পড়ুয়া। কর্মসূত্রে অনেকেই বাইরে থাকেন। কিন্তু নিজের এলাকার প্রতি ভালোবাসা কমেনি। বছরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেন। অনাথ ও পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা সেই কর্মকাণ্ডেরই অংশ।
সুকন্যা ঘোষ করোনেশন হাইস্কুলের প্রাক্তনী। ১১ পড়ুয়ার অন্যতম। তিনি বললেন, ‘শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়েছে। রোগ, দুর্বলতা-সহ খুঁটিনাটি সব কিছু লিখে রাখা হচ্ছে। যে সব শিশুর শরীরে সংক্রমণের মাত্রা বেশি, তাদের হাসপাতালে ভর্তি করা হবে’।
এদিন প্রায় ৪০ পথশিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। কখন কোন ওষুধ খেতে হবে, বুঝিয়ে দেওয়া হয়েছে তাও। স্কুলের আরেক প্রাক্তনী প্রলয় আচার্য বলেন, ‘আগামীদিনে চক্ষুদান এবং দেহদান কর্মসূচি নেওয়ার ইচ্ছে রয়েছে আমাদের’।