সিকিমের ভয়াবহ পরিস্থিতির আঁচ জলপাইগুড়িতে

সিকিম ও তার দুর্যোগপূর্ণ পরিস্থিতি দেখে দ্রুত পদক্ষেপ জলপাইগুড়ি প্রশাসনের।

শুভঙ্কর, জলপাইগুড়ি: একেই বাংলা বৃষ্টিতে জর্জরিত, তার উপর ‘গোদের উপর বিষফোঁড়া’ অবস্থা। তার কারণ সিকিম ও তার দুর্যোগপূর্ণ পরিস্থিতি। তার আরেক কারণ তিস্তার বইতে থাকা জল। এবার তারই আঁচ পড়েছে বাংলায়। এমন অবস্থায় কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হলো প্রশাসন। জানা গেছে, বুধবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল জলপাইগুড়ি জেলাতে। দুপুরের দিকে শুরু হয় ভারী বৃষ্টি। এমনিতেই হাওয়া অফিস আগে থেকেই সতর্ক করে দিয়েছিল এই ভারী বৃষ্টি সম্বন্ধে। তাই সেই সতর্কতার কথা মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নিলো প্রশাসন।

খুদে থেকে বড় পড়ুয়ারা যাতে কোন রকমে বিপদে না পড়ে, সেই কারণে জলপাইগুড়ি জেলা প্রশাসন ছুটি ঘোষণা করে। প্রকৃতির শক্তিকে রোখার ক্ষমতা কারোর নেই, তাই সেই কথা মাথায় রেখেই এবং বিপদ এড়াতেই এই দ্রুত সিদ্ধান্ত নিলো জেলা প্রশাসন। সেচ দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মোট ৮ হাজার ২৫২ কিউসেক জল ছাড়া হয়েছে গাজলডোবা তিস্তা ব্যরেজ থেকে। এর জেরে তিস্তাতে বইছে বিপদসীমার উপর দিয়ে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নানা পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে। যেমন দোমহনি থেকে বাংলাদেশের দিকে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা, সংরক্ষিত এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা, নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সাহায্য করছে পুলিশ ও প্রশাসন, মাইকিং করে মানুষকে সতর্ক করা, ইত্যাদি। প্রশাসনের বক্তব্য এখন তাদের নজর রয়েছে পরবর্তী পরিস্থিতির উপর।

Sikkim,Teesta,Jalpaiguri,Flood

প্রসঙ্গত, বুধবার মেঘভাঙা বৃষ্টির কারণে সিকিমের অবস্থা একেবারে ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে। একদিকে তিস্তা যেমন ফুলেফেঁপে উঠতে শুরু করেছে, তেমনি অন্যদিকে একের পর এক সেনা জওয়ানের নিখোঁজের খবর মিলছে লাগাতার। এমনকি হড়প্পা বানে ভেসে যেতে শুরু করে সেনা বাহিনীর একাধিক গাড়ি। এমনই ভয়াবহ পরিস্থিতি।




Leave a Reply

Back to top button