মাথাহীন দেহ বৃদ্ধাকে ছিঁড়ে খেয়েছে বাঘ, এমন অনুমানে আতঙ্কিত এলাকাবাসী
জটেশ্বর ফাঁড়ি পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন। এরপর সারারাত ধরে বৃদ্ধাকে খোঁজার চেষ্টা চালান। কিন্তু পুলিস রাতে বৃদ্ধাকে খুঁজে পায়নি। ভোরের আলো ফুটতেই আবারও চালানো হয় তল্লাশি।

শুভঙ্কর , আলিপুরদুয়ার: ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যাঙকান্দি অতীতপাড়া এলাকায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অনুমান করা হচ্ছে চিতা বাঘের হামলায় মৃত্যু হয়েছে তাঁর। মৃতার নাম সরোদিনি রায়। বয়স ৬৫ বছর। স্থানীয় সূত্রে খবর, তাঁকে শেষ দেখা গিয়েছিল রবিবার রাতে তাঁর বাড়ির কলপাড়ে। তারপর হঠাৎই বৃদ্ধার আর্তনাদ শোনা যায়। এরপর বাড়ির লোকজন ছুটে এসে দেখেন বৃদ্ধার চটি কলপাড়ে পড়ে আছে। বাড়ির লোকজনের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় লোকজনেরা। তাঁরা এসে এমন দেখার পর খবর দেওয়া হয় ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশকে।
জটেশ্বর ফাঁড়ি পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন। এরপর সারারাত ধরে বৃদ্ধাকে খোঁজার চেষ্টা চালান। কিন্তু পুলিস রাতে বৃদ্ধাকে খুঁজে পায়নি। ভোরের আলো ফুটতেই আবারও চালানো হয় তল্লাশি। এরপর বেলা বাড়ার সাথে সাথে দেখা যায় বৃদ্ধাকে। তাতাসি নদীর ধারে বৃদ্ধার মাথাহীন দেহ খুঁজে পাওয়া যায়। বিদ্বেষ ছিন্ন ভিন্ন দেহ দেখে অনুমান করা হচ্ছে কোন জন্তু ছিঁড়ে খেয়েছে তাঁকে। এরপর তল্লাশি চালানো হয় বৃদ্ধার মাথার খোঁজে। অবশেষে বৃদ্ধার মাথা সেই নদীর মধ্যে থেকে উদ্ধার করা হয়। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসেন দলগাঁও রেঞ্জের বন কর্মীরা।
বনকর্মীরা প্রস্তুত হয়ে এসেছিলেন সেই জন্তুটিকে ধরার জন্য। এমন কি তারা এলাকায় খাঁচাও পাতেন। পুলিশ বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃদ্ধাকে কোন জন্তু ছিঁড়ে খেলো তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে চিতা বাঘের হামলায় বৃদ্ধার এমন অবস্থা হয়েছে।