মানুষ-হাতির সংঘাত মুছতে উত্তরবঙ্গে বাঁধা হল রাখি

আজকের দিনে ময়নাগুড়ি ব্লকের গরুমারার রাম মশাই মেদলা ক্যাম্পের ৪ কুনকি হাতি যথা শিলাবতী, আমনা, রাজা, অরণ্যের জন্য রাখি তুলে দিলেন পরিবেশ প্রেমীরা বনদপ্তরের হাতে।

শুভঙ্কর, উত্তরবঙ্গ: আজ রাখি পূর্ণিমা। ভাই বা দাদার হাতে বোন বা দিদি রাখি বেঁধে ভাইয়ের মঙ্গল কামনা করেন। শুধু ভাই দাদাদের হাতেই নয় অনেকে আবার গাছকে পশুকেও রাখি পড়ায়। এমনকি অনেকে আবার গোপালকে বা কৃষ্ণকেও রাখি পড়ায়। এবার এমনই একটা ঘটনা সাক্ষী থাকলো ময়নাগুড়ি ব্লক। আজকের দিনে ময়নাগুড়ি ব্লকের গরুমারার রাম মশাই মেদলা ক্যাম্পের ৪ কুনকি হাতি যথা শিলাবতী, আমনা, রাজা, অরণ্যের জন্য রাখি তুলে দিলেন পরিবেশ প্রেমীরা বনদপ্তরের হাতে। হাতিকে রাখি পড়িয়ে তাদেরকে রক্ষা করার ও আগলে রাখারও শপথ করেন পরিবেশপ্রেমীরা।

আজকের এই মহৎ কাজের উদ্দেশ্যে পরিবেশপ্রেমী অণির্বাণ মজুমদার বলেন, ‘ আমরা গত কয়েক বছর ধরেই রাখি পূর্ণিমার দিনটিকে এইভাবে উদযাপন করে আসছি। দিনে দিনে মানুষ ও হাতির মধ্যে যেন একটা সংঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়াও হাতির জন্য অনেক দুর্ঘটনাও ঘটছে। শুধু দুর্ঘটনাই নয় এমনকি প্রাণও হারাচ্ছে মানুষে। যা সত্যি একটা চিন্তার বিষয়। তাই যাতে মানুষ আর হাতির মধ্যে এই সংঘাত না থাকে তাই আজকের এই পূর্ণ তিথিতেই তাদেরকে রাখি পরিয়ে রক্ষা করার একটা অঙ্গীকার নেওয়া হলো।’

Siliguri,maynaguri,gorumara national park,rakhi,elephant

আমরা যেমন আজকের দিনে সকাল সকাল উঠে স্নান করে নতুন জামা কাপড় পড়ে সবাইকে রাখি পড়ায়, ঠিক তেমনি এই চার কুনকি হাতিকে স্নান করিয়ে তারপরেই রাখি পড়ানো হয়। তাদেরকে রাখি পরিয়ে দেন বনদপ্তরের মাহুতেরা। আমাদের কাছে যেমন রাখি মানেই পেট পুজো ঠিক তেমনি আজকে এদের জন্য তাদের প্রিয় খাবারের বন্দোবস্ত করা হয়েছে। শুধু হাতিদেরকেই নয়, মাহুত পাতাওয়ালা ও বন কর্মীদেরও রাখি পরানো হয়। শুধু রাখি নয় তার সঙ্গে মিষ্টিমুখো করানো হয়। গরুমারা সাউথের রেঞ্জার অয়ন চক্রবর্তী এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।




Leave a Reply

Back to top button