স্কুলের পোশাকে ছাত্রীর মাথা থেঁতলে খুন, রক্তে ভেসে যাচ্ছে মেঝে, মাটিগাড়ায় শোরগোল

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার স্কুলছাত্রীর রক্তাক্ত দেহ। পরনে স্কুলের পোশাক। মাথা ভারি কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে।

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার স্কুলছাত্রীর রক্তাক্ত দেহ। পরনে স্কুলের পোশাক। মাথা ভারি কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে শোরগোল মাটিগাড়ার রবীন্দ্রপল্লি এলাকায়। কিশোরীকে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে ধর্ষণ করে খুনের অভিযোগও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

জানা গিয়েছে কিশোরী একটি নেপালি মাধ্যম স্কুলের পড়ুয়া। স্থানীয় সুত্রে খবর, সোমবার সাড়ে তিনটে নাগাদ এলাকারই এক পড়ুয়া স্কুল থেকে বাড়ি ফেরার সময় পরিত্যক্ত ওই বাড়ির পাশ দিয়ে আসছিল। সে সময় হঠাৎই কারও চিৎকার শুনতে পায়। বাড়ি এসে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায় সে।

North Bengal,Siliguri,School Student,Murder

এরপরই এলাকার লোকজন ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে দেখেন, মাটিতে পড়ে রয়েছে এক কিশোরীর দেহ। মাথা থেঁতলানো। মেঝে রক্তে ভেসে যাচ্ছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। সরেজমিনে খতিয়ে দেখেন এসিপি রাজেন ছেত্রী, ডিসিপি অভিষেক গুপ্তা । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্তে নেমে সোমবার রাত ২ টো নাগাদ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত ওই কিশোরীর সহপাঠী ছিল না। তবে তাদের মধ্যে পূর্ব পরিচয় থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, যেখানে ওই কিশোরীর দেহ পাওয়া গিয়েছে, সেই এলাকায় সাধারণত কেউ যায় না। বাড়িটাও পরিত্যক্ত। ওই কিশোরী কেন সেখানে গেল, কীভাবেই বা গেল, সঙ্গে কেউ ছিল কিনা, সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।




Leave a Reply

Back to top button