ফের হাতির দাঁত পাচারের ছক, দাঁত বিহীন হাতির কঙ্কাল উদ্ধার!

হাতির দাঁত পাচারের লোভে খুন হাতি, উদ্ধার দাঁত বিহীন কঙ্কাল!

বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের ডুয়ার্স ও কোচবিহারের একাধিক এলাকায় তাণ্ডব চালাচ্ছিল ছ’টি হাতির দল। দিনহাটা থেকে শীতলকুচি, সেখান থেকে মাথাভাঙা। আবার একটি হাতির দল ডুয়ার্সের মেটেলির চালসা, লাটাগুড়ি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। হাতির হানায় মৃত্যু হয়েছে চার জনের বলে খবর মিলেছে। এর মধ্যে একটি হাতির কঙ্কাল উদ্ধার হল বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায়। রীতিমত এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাতিটির আবার দাঁত নেই। দাঁত কেটে নেওয়া হয়েছে। যাতে হাতিটিকে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দেহটি পোস্ট মর্টেমের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।

North Bengal,save wild life,Elephant

কালচিনি চা বাগান সংলগ্ন জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হল হাতির কঙ্কাল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন কালচিনির চিঞ্চুলা চা বাগান এলাকায় জঙ্গলের ভেতর থেকে হাতিটির কঙ্কালটি উদ্ধার হয়। কিন্তু হাতির দাঁত উধাও বলে জানা গিয়েছে। তাই প্রাথমিক অনুমান, চোরাশিকারীরাই দাঁতের লোভে হাতিটিকে হত্যা করেছে।কালচিনির এই চা বাগান সংলগ্ন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। বৃহস্পতিবার রাতে সেই জঙ্গল থেকেই হাতির কঙ্কাল উদ্ধার হয়। টহলরত বনকর্মীরাই প্রথমি হাতির কঙ্কালটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যান বক্সা ব্যাঘ্র প্রকল্পের এফডি, ডিএফডি। কী করে এই ঘটনা ঘটলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। গোটা জঙ্গল ও সংলগ্ন এলাকা স্নিফার ডগ দিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়।স্থানীয়দের অনুমান, হাতির দাঁত পাচারের জন্যই তাকে হত্যা করেছে চোরা শিকারীরা। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। ইতিমধ্যে হাতিটির কঙ্কালটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বন দফতরের অনুমান, দু থেকে দেড় মাস আগেই হাতিটির মৃত্যু হয়েছে। যদিও কীভাবে হাতিটিকে মেরে ফেলা হয়েছে ফরেন্সিক টেস্টের পর‌ই জানা যাবে।

 

অন্যদিকে বন দফতরের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির দলের গতিবিধির উপর নজর রাখছে বন দফতর। বন দফতরের কর্মীরা বুনো হাতির দলটিকে দ্রুত জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ারও নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।




Leave a Reply

Back to top button