Singur agitation- ফের ধন্ধুমার সিঙ্গুরে, চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান আটকে দিল পুলিশ
সালটা ২০০৮। সিঙ্গুরে (singur) টাটা (tata) প্রকল্পের জমির সামনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে মঞ্চ বেঁধে আন্দোলন শুরু করেছিলেন বাংলার তৎকালীন বিরোধী দল-নেত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) । সেই আন্দোলন ঘিরে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। তৃণমূল সুপ্রিমোর আন্দোলনের জেরে সিঙ্গুর ছাড়তে বাধ্য হয় টাটারা। তারপর কেটে গিয়েছে প্রায় ১৩ বছর। ইচ্ছুক-অনিচ্ছুক কৃষকরা সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফিরে পেয়েছেন, ক্ষতিপূরণও পেয়েছেন। কিন্তু, মমতার সেই আন্দোলন মঞ্চ সংলগ্ন এলাকা আবার আচমকাই সরগরম হতে শুরু হয়েছে। এদিনও সকাল সকাল পুলিশে ছয়লাপ হয়ে যায় গোটা এলাকা। হাইওয়ের উপরে ভিড় করেন পুলিশের পদস্থ আধিকারিকেরা। কিন্তু কেন?
সপ্তাহ শেষ না হতে হতেই ফের সিঙ্গুরে জমায়েত চাকরি-প্রার্থীদের। তবে এবারও পুলিশের বাধার মুখে থমকে গেল পূর্বপরিকল্পিত কর্মসূচি। সোমবার সিঙ্গুর স্টেশনে ট্রেন থেকে নেমে সংগঠনের ব্যানার নিয়ে মিছিল শুরু করার আগেই পুলিশ আন্দোলনকারীদের আটক করে। তাঁদের গাড়িতে তুলতে গেলে ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের সাথে। সূত্রের খবর, আন্দোলনকারীদের মধ্যে দুই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ৪০ জন আন্দোলনকারীদের আটকও করা হয়েছে।
আরও পড়ুন – গরুর জন্য চালু হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্স, ফের নতুন নজির এই বিজেপি শাসিত রাজ্যে
এসএসসি (SSC) যুব ছাত্র অধিকার মঞ্চ শিক্ষা ও শারীরশিক্ষা সংগঠনের তরফে সোমবার সিঙ্গুর স্টেশন লাগোয়া এলাকায় জমায়েত করা হয়। সিঙ্গুরে টাটা প্রকল্পের গেটের সামনে যেখানে এক সময় বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দিয়েছিলেন সেখান থেকেই মিছিল শুরু করার পূর্বপরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সেই অভিযান আটকে দেয় পুলিশ। এর আগে গত ১২ নভেম্বর সিঙ্গুর টাটা প্রকল্পের সামনে জমায়েতের চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা। তবে সে বারও আন্দোলনের অনুমতি দেয়নি প্রশাসন। সেই সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ঘোষণা করেছিলেন, এসএসসি চাকরি-প্রার্থীরা সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করবেন। সেই কথা মতো সোমবার সিঙ্গুর স্টেশন লাগোয়া এলাকায় জমায়েত করেন তাঁরা। তবে এ বারও তাঁদের থমকে যেতে হল। মঞ্চের দাবি, পুলিশের থেকে কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তবে পুলিশের দাবি, এই কর্মসূচির কোনরকম অনুমতি ছিল না।
আরও পড়ুন – ফের বাজছে স্কুলের ঘণ্টা, কিন্তু স্কুল গাড়ি নিয়ে কেন বাড়ছে উদ্বেগ
সংগঠনের এক সদস্য সফিয়া খাতুন বলেন, ‘আমরা বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি, নবান্নে এমনকি তাঁর বাসভবনেও। কিন্তু কোথাও দেখা করার সুযোগ পাইনি। তাই ভাবলাম এটাই হয়ত একমাত্র পথ। এই সিঙ্গুরে আন্দোলন করেই মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্যের মুখ দেখেছিলেন, তাই আমরাও এখান থেকেই আন্দোলন করে দেখতে চেয়েছিলাম এবং ভেবেছিলাম উনি হয়ত সারা দেবেন। অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনই করতাম। কিন্তু প্রশাসন ফের আটকে দিল।’