Molestation : বাড়ি পৌঁছনোর নাম করে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে

শহরের বুকে আবার ‘রক্ষক-ই ভক্ষক’। রাজ্যের রাজধানীতে ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার করা হল দুই পুলিশ কর্মীকে। মধ্যরাতে শহরে একা পেয়ে এক মহিলার শ্লীলতাহানির (Molestation) অভিযোগ উঠেছে বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Commissionerate) দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে সেই দুই পুলিশকর্মীকে গ্রেফতার করেছে কসবা থানার (Kasba Police Station) পুলিশ। অভিযোগ, আসানসোলের (Asansol) বাসিন্দা ঐ মহিলা বৃহস্পতিবার আসানসোল থেকে কলকাতায় আসেন তার এক বন্ধুর বাড়িতে। সেই রাতেই ঐ মহিলার শ্লীলতাহানি করে ঐ দুই পুলিশ কর্মী।
প্রাথমিক সূত্রের খবর, কলকাতার সল্টলেক করুণাময়ী (Saltlake Karunamayee) বাস স্ট্যান্ডে রাত ১ টা নাগাদ বাস থেকে নেমেছিলেন ঐ তরুণী। কিন্ত ঐ তরুণীর মোবাইলের ব্যাটারী ততক্ষণে শেষ হয়ে যাওয়ায় বন্ধুর বাড়ি যাওয়ার জন্য ক্যাব (Cab) বুক করতে পারছিলেন না তিনি। সেই মুহূর্তেই সাদা উর্দিধারী দুই পুলিশ কর্মী বাইক নিয়ে এসে মহিলার সামনে উপস্থিত হন এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পুলিশ দেখে তরুণী অনেকটাই নিশ্চিত হন এবং পুলিশের বাইকে উঠে যান।
এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক হলেও, সমস্যা শুরু হল খানিকটা দূর গিয়ে ফাঁকা,শুনশান রাস্তার পর। বাইক নিয়ে বাইপাসের (Bipass) ধারে পৌঁছনোর পর ঐ মহিলার শ্লীলতাহানি করে দুই পুলিশ কর্মী বলে অভিযোগ জানান তিনি। প্রতিবাদ করতে গেলে অকথ্য গালিগালাজও করা হয় ঐ তরুণীকে। পরে ঐ রাস্তার এক ট্রাফিক সার্জেন্টের (Traffic Sargent) সাহায্য নিয়ে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঐ তরুণী। শনিবার এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। পরে ঘটনাস্থল থেকে উত্তর দমদম থানাতেও (South Dumdum Police Station) অভিযোগ পাঠানো হয় ঐ দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ শীতের সবজির চাহিদার সাথেই বাড়ছে বাজার দরও
তবে শহরের বুকে এর আগেও বহুবার বাড়ি পৌঁছনোর নাম করে শ্লীলতাহানি হয়েছে। সম্প্রতি শোনা যায়, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে বিক্রমগড়ে (Bikramgarh) এক যুবতীর শ্লীলতাহানি করে তার বন্ধুরাই। সূত্রের খবর, যাদবপুরে (Jadavpur) এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফেরার সময় ঐ যুবতীর দুই বান্ধবীর বয়ফ্রেন্ডসহ মোট তিনজন যুবক মিলে যুবতীর নানা বারণ সত্ত্বেও নানা অজুহাতে তার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করছিল। গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে অ্যাক্রোপলিস শপিং মল (Acropolis Shopping Mall) চত্বর ও তারপর রুবিতে (Ruby hospital) নিয়ে যাওয়া হয় ঐ তরুণীকে। এরপর কলকাতার মহেশতলা (Maheshtala) এলাকায় গাড়ির মধ্যেই ঐ তিন যুবক ঐ ঘটনা ঘটান বলে অভিযোগ জানানো হয়েছিল। এরপর যাদবপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন ঐ তরুণী।