Kacha Badam: এক্কেবারে “কাঁচা বাদাম”, গানের সুরেই বীরভূমের ভুবনকে টেক্কা রানাঘাটের রানুর

অহেলিকা দও,কলকাতা: “কাঁচা বাদাম”(kacha badam) গানটি(song) ইতিমধ্যে নেট দুনিয়ায়(net world) ব্যাপক জনপ্রিয়তা(famous) অর্জন করেছে। বাদাম খেতে কে না ভালোবাসে আর তার সাথে যদি একটু চা আর গান হয় তাহলে ব্যাপারটা আরও জমে যায়। আর এই গান শোনেনি এমন মানুষ আজ বিরল। লক্ষ লক্ষ মানুষ আজ তাঁর গানের ফ্যান। বীরভূমের ভুবন বাদ্যকর(Bhuban badyakar) আজ রাতারাতি বিখ্যাত(famous) তাঁর গানের দরুণ। কিন্তু কে ভুবন বাদ্যকরকের তৈরি তাঁর গানে তাকেই বাজিমাত করলেন?

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদামই তাঁর জীবনের একমাত্র সম্বল। এই বাদাম বিক্রি করেই তাঁর সংসার চলে। এর সাথে অসাধারণ গান গেয়ে মানুষ জনের মনও জয় করে নেন তিনি। ‘বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ এই গানটির কারণে তিনি আজ লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ফেসবুক(Facebook) থেকে ইউটিউব(YouTube) এমনকি ইন্টাগ্রামেও(Instagram) তাঁর ভিডিও(video) এখন ছড়াছড়ি। আবার এখন ভুবন বাদ্যকরকের তৈরি এই গানে তাকেই টেক্কা দিলেন রানাঘাটের রানু মণ্ডল(Ranu mandol)। পর মূহুর্তেই রাতারাতি ভাইরাল(viral) তাঁর গানের ভিডিও।

Kacha badam Songs,Ranu Mandal Songs,Bhubaner kacha badam,Bhuban Musicians,Ranu Mandal Videos,কাঁচা বাদাম গান,রানু মন্ডলের গান,ভুবনের কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,রানু মণ্ডল ভিডিও

রানাঘাট প্ল্যাটফর্মে ভিক্ষা করতে বসে ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে নেট মাধ্যমে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেখান থেকে তিনি মায়ানগরীতে যান এবং হিমেশ রেশমিয়ার সুরে সুর মিলিয়ে ‘তেরি মেরি’ গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন তিনি। তিনি এখন রীতিমত সেলিব্রেটি। এখন তিনি ভুবন বাদ্যকরের “কাঁচা বাদাম” গানটি নিজের মতো করে গেয়েছেন স্যোশাল মিডিয়ায়(social media)। এই গান শুনে কেউ করেছেন নিন্দা আবার কেউবা করেছেন প্রসংশা। আবার কেউ বলছেন, ‘রানু দির মুখে তো শুনলাম, এখন হিরো আলমের কন্ঠে শুনতে বাকি’।

আরও পড়ুন- নেট পাড়ায় চলছে দেদার ব্যবসা, কিন্তু ভাইরাল গানেও কেন অভাব ঘুঁচছে না বাদাম কাকুর

মাঝে মধ্যেই রানু মণ্ডলের বিভিন্ন ভিডিও স্যোশাল মিডিয়া মাধ্যমে দেখতে পাওয়া যায়। তাকে নিয়ে নেটিজেনদের ট্রোলের ভিডিও দেখতে পাওয়া যায় স্যোশাল মিডিয়ায়। ইতিমধ্যে শোনা যায়, খুব শীঘ্রই বলিউডে রানু মন্ডলের বায়োপিক তৈরি করা হবে। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ঈশিকা দে। আবার অভিনেত্রী রানাঘাটের বাড়িতে গিয়ে রানু মণ্ডলের সঙ্গে দেখাও করে এসেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাচা বাদাম যে রানুর মুখে নেটিজেনরা পছন্দ করেনি, তা স্টাটিটকিসই বলে দিচ্ছে। আবার কখন যে কি ভাইরাল হয়ে যায়, কেই বা বলতে পারে। শুনতে থাকুন, ‘কাচা বাদাম’।




Back to top button