Toll Tax: কোথাও কোটিতে তো কোথাও লক্ষে, একই ব্লকে বালি-গাড়ির টোল আদায়ে বৈচিত্র্য, প্রশ্ন উঠছে একাধিক

ঘটনা পূর্ব বর্ধমানের(Bardhaman) খন্ডঘোষ ব্লকের। সেখানে শশাঙ্গ গ্রাম পঞ্চায়েতকে(panchayet) বছরে ২ কোটি টাকা দেওয়ার শর্তে বালির গাড়ি(Sand Truck) থেকে টোল আদায়েরর(Toll Tax) বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা(Private Agency)। আবার, সেই ব্লকের(Block) অন্তর্গত লোদনা গ্রাম পঞ্চায়েতে(Panchayet) অনেকে কম টাকার চুক্তিতেই বালি গাড়ি থেকে টোল আদায়ের শর্ত ধার্য হয়েছে। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন বারংবার মাথা চাড়া দিয়ে উঠছে তা হল, কেনই বা লোদনা গ্রাম পঞ্চায়েত এত কম টাকার চুক্তিতে বালির গাড়ির টোল আদায়কারী নির্বাচন করল?
প্রতিদিন কয়েকশো বালি বোঝাইকারী গাড়ি খন্ডঘোষ ব্লকের লোদনা ও শশাঙ্গ গ্রাম পঞ্চায়েত দিয়ে যাতায়াত করে। যার জেরে বেশ ক্ষতিগ্রস্থ হয় রাস্তা এবং যা মেরামতের আর্থিক দায়িত্ব এসে পড়ে পঞ্ছায়েতের ঘাড়ে। সেই কারণেই এই দুই পঞ্চায়েত তাঁদের এলাকার রাস্তা দিয়ে চলাচলকারী বালি বোঝাই সমস্ত রকমের গাড়ি থেকে টোল আদায়ের সিধান্ত নেয়।
সেই মতোই খন্ডঘোষ ব্লকের লোদনা ও শশাঙ্গ গ্রাম পঞ্ছায়েতের কর্তৃপক্ষ পঞ্চায়েত আইনের ১৩২(ঘ) ধারা প্রয়োগ করে টোল আদায়ের সিধান্ত নেয়। এই বিষয়ে পঞ্চায়েতগুলি দরপত্র আহ্বান করে। কয়েকমাস আগে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে লোদনা গ্রাম পঞ্চায়েত একটি সংস্থাকে তাঁদের এলাকার বালির গাড়ি থেকে টোল আদায়ের অনুমতি দেয়। চুক্তি অনুযায়ী ঠিক হয় ওই সংস্থা ৩ বছরের জন্য লোদনা গ্রাম পঞ্চায়েতকে ১৫ লক্ষ ৫ হাজার টাকা দেবে।
এর পাঁচ মাস পর শশঙ্গা গ্রাম পঞ্চায়েত তাদের এলাকার রাস্তা দিয়ে চলাচলকারী বালির লরি থেকে টোল আদায়কারী নির্বাচনের জন্যই ই-টেন্ডার করে। এক বছরের জন্য ১ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা দেবার শর্তে শশঙ্গা পঞ্চায়েত গত ১৪ ডিসেম্বর টোল আদায়কারী সংস্থাকে নির্বাচিত করে। টোল আদায়কারী নির্বাচনের দরে দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে এত বিপুল অর্থের ফারাক কি কারণে হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন খন্ডঘোষের বাসিন্দারা। লোদনা গ্রাম পঞ্চায়েতে ‘পর্দার আড়ালে’ টাকার লেনদেন হয়েছে বলেও অভিযোগ উঠেছে। খন্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলাপরিষদের সদস্য অপার্থিব ইসলাম এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “ওটা গ্রাম পঞ্চায়েতের ব্যাপার। পঞ্চায়েত কর্তৃপক্ষ এই বিষয়ে উত্তর দিতে পারবেন।
আরও পড়ুন……KMC: নতুন রূপে, নতুন সাজে সেজে উঠতে চলেছে দিঘা, বরাদ্দ হল ১২৮ কোটি টাকা
প্রকৃত কত টাকার বিনিময়ে এবং কী শর্তে লোদনা গ্রাম পঞ্চায়েত বালির গাড়ি থেকে টোল আদায়কারী নির্বাচন করেছে তা জানার জন্য প্রধান অঞ্জু সাঁতরা বলেন, “মনে নেই। চুক্তিপত্র না দেখে বলতে পারব না।” তিন বছরের জন্য ১৫ লক্ষ ৫ হাজার টাকার বিনিময়ে লোদনা পঞ্চায়েত টোল আদায়কারী নির্বাচন করেছে বলে প্রধানকে জানানো হলে তিনি বলেন, “হ্যাঁ।”
এরপর অঞ্জুর কাছে জানতে চাওয়া হয়, একই ব্লকের শশঙ্গা পঞ্চায়েত এক বছরের প্রায় ২ কোটি টাকা চুক্তিতে টোল আদায়কারী নির্বাচন করেছে। তাহলে লোদনা পঞ্চায়েত কেন এত কম টাকায় আদায়কারীর সঙ্গে চুক্তি করল? -এই প্রশ্নের জবাবে তাঁর উত্তর, “এত কথার উত্তর দিতে পারব না।” উত্তর পাওয়ার জন্য তিনি তাঁর পঞ্চায়েত অফিসে যাওয়ার কথা বলেন।
আরও পড়ুন….. South Dinajpur- গ্রামের মাঝেই দেহ ব্যবসা, রাত বাড়তেই ঢুকত অচেনা যুবক-যুবতীর দল, হাতেনাতে ধরল স্থানীয়রা
পাশপাশি, শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ ঘোষ বলেন, “পঞ্চায়েত অফিসে বসে স্ট্যাম্প পেপারে চুক্তি করে আমরা টোল আদায়কারী নির্বাচন করার পথে যাইনি। ই-টেন্ডার করে টোল আদায়কারী নির্বাচন করেছি। তাতেই সাফল্য এসেছে। ” ১ বছরের জন্য প্রায় ২ কোটি টাকা দেবার শর্তে মনোনীত হয়েছেন তাঁদের পঞ্চায়েত এলাকার টোল আদায়কারী। প্রকাশবাবু এও বলেন, এই অর্থে তাঁদের পঞ্চায়েত এলাকার উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হবে।