Sourav Ganguly:করোনা আক্রান্ত দাদা, পরিস্থিতি কি আদেও হাতের মুঠোয়

করোনার কবলে এবার বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly COVID 19)। সোমবার কিছু মৃদু উপসর্গ দেখা দেওয়াতে তিনি করোনা আরটি – পিসিআর টেস্ট করান। রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে (Sourav Ganguly corona positive)। এরপরই সোমবার গভীর রাতে তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়(sourav corona)।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উপসর্গ মৃদু থাকলেও কিছু অস্বস্তি অনুভব করছিলেন মহারাজ। তাছাড়া তার হৃদপিণ্ডে কিছুদিন আগে তিনটি সেন্ড বসানো হয়েছিল। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে তাকে গভীর রাতেই উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক সপ্তর্ষি বসু জানান, “সৌরভের ওমিক্রন হয়েছে কিনা জানতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। জিনোম সিকোয়েন্সিং এর জন্য তা পাঠানো হয়েছে। তিনি আশ্বাস দেন এই মুহূর্তে সৌরভের অবস্থা স্থিতিশীল, যেহেতু তাঁর দু’টি ভ্যাকসিন নেওয়া আছে তাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা কম অনেকটাই ।”
উল্লেখ, স্বাস্থ্যের দিক থেকে ২০২১ বছরটি মোটেই ভালো যায়নি গঙ্গোপাধ্যায় পরিবারের কাছে। চলতি বছরের আগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন সস্ত্রীক স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। এবং বছরের শুরুতেই হূদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ধমনীতে তিনটি ব্লকেজ ধরা পড়ে। সেইগুলোর পরিচর্যার জন্য এনজিওপ্লাস্টি করা হয় তাঁর শরীরের। হার্টের সমস্যা থেকে সুস্থ হয়ে ওঠার পর বছরের শেষে করোনা থাবা বসালো দাদার শরীরে।মহারাজের শুভাকাঙ্খীরা মনে করছেন ঠিক যেভাবে লর্ডসের মাঠে দাদা জয়লাভ করেছিলেন তেমনভাবেই কঠিন ব্যধি থেকেও তিনি জয়লাভ করবেন।