South Dinajpur- গ্রামের মাঝেই দেহ ব্যবসা, রাত বাড়তেই ঢুকত অচেনা যুবক-যুবতীর দল, হাতেনাতে ধরল স্থানীয়রা

ফের একবার মধুচক্রের হদিস উত্তরবঙ্গে(North Bengal)। মালদার পর এবার দেহ ব্যবসা(Protitution) চক্রে নাম জোড়াল উত্তরবঙ্গের বালুরঘাটের(balurghat)। কয়েকমাস আগেই মালদা শহরের ইংলিশবাজারের(English Bajar) আইসি মদনমোহন রায়ের নেতৃত্বে সিঙ্গাতলা এলাকায় পুলিশের একটি দল হানা দেয়। যার জেরে একটি বাড়ি থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাড়ির মালিক ছিলেন এবং সকলেই মালদার(Malda) ইংলিশ বাজারের বাসিন্দা। পুলিশি জেরা মাধ্যমে জানা যায়, ওই বাড়ির মালিক চারজন মহিলা মাধ্যমে দেহব্যবসা চালাতো।
উল্লেখ্য, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভূষিলা মাঠ এলাকায় দীর্ঘদিন ধরেই বাড়ির আড়ালেই চলছিল দেহ ব্যবসা। স্থানীয় বাসিন্দাদের নজরে আসলেও সঠিক প্রমাণ না থাকায় এতদিন হাতেনাতে ধরতে পারেনি। ফলে বলা যেতেই পারে, গ্রামবাসীরা সব কিছু জেনেও অজানা হয়েছিল। অবশেষে, গোটা ঘটনার উপর থেকে উঠলো পর্দা। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা এক জোট হয়ে হাতেনাতে ধরে ফেলেন ছয় অভিযুক্তদের। ধৃতদের মধ্যে চারজন পুরুষ এবং দু’জন মহিলা রয়েছে।
শনিবার সকালে এই গোটা ঘটনাটি ঘটে। একদল মানুষ ধৃতদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি, অন্য দল উত্তেজনার বশে অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন দম্পতিও রয়েছে। দিনের পর দিন ওই এলাকায় দেহ ব্যবসা চলার ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। রাত বিরেতেই ওই বাড়িতে অচেনা পুরুষ ও মহিলাদের প্রবেশ করতে দেখা যেত। এমনকি সমস্তরকমের নেশ চক্র চলতো ওই এলাকায়। শনিবার অবশেষে স্থানীয়রা এক জোট হয়ে অপ্রীতিকর অবস্থায় পাকড়াও করেন ধৃতদের। এরপর তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
আরও পড়ুন…..Girls abducted- পিছমোড়া করে বাধা নাবালিকার হাত, দিনে-দুপুরেই অপহরণ কলকাতার বুকে
প্রসঙ্গত, স্থানীয় এক বাসিন্দা জানান, “অভিযুক্ত তাঁদের প্রতিবেশী। প্রতিদিন রাতেই সেখানে কিছু অচেনা পুরুষ ও মহিলাদের প্রবেশ করতে দেখতে পেলেও একা কখনো কিছু বলার সাহস করে উঠতে পারেননি তিনি। এদিন অবশেষে স্থানীয়দের সঙ্গে এক জোট হয়ে, অভিযুক্তদের ধরার পরিকল্পনা করেন। এবং সেই মতোই তাঁরা হাতেনাতে পাকড়াও করেন অভিযুক্তদের। এরপর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে” জানা গিয়েছে, ঘটনার জেরে বেশ চাঞ্চল্য পরিস্থিতি তৈরি ভুষিলা মাঠ এলাকায়। উত্তেজনার বশে এক দল স্থানীয় সেই বাড়িটি প্রায় ভেঙে ফেলেন।