Student Credit Card- বাতিলের খাতায় একাধিক স্টুডেন্টস ক্রেডিট কার্ড, প্রশ্নের মুখে নবান্ন
জটিল হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড সংক্রান্ত বিষয়বিধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেও, অভিযোগ উঠছে এখনও কিছু কিছু ব্যাঙ্ক বাতিল করে দিচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের লোন। যার জেরে ক্ষোভের পাহাড় তৈরি হচ্ছে রাজ্যবাসীর মনে।
নির্বাচনী প্রতিশ্রুতি রুপে মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছিলেন স্টুডেন্টস ক্রেডিট কার্ডের। সরকার তরফে বলা হয়েছিল, পড়ুয়াদের পড়াশোনার খাতে সাহায্য করবে এই কার্ড। দশম থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, গবেষণা, ডিপ্লোমা, ডাক্তারি পড়ার ক্ষেত্রে পড়ুয়াদের ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। এমনকি এই লোনের জন্য পড়ুয়াদের কিছু বন্দক রাখতে হবে না। লোনের গ্যারেন্টার হবে সরকার নিজে। কিন্তু ইতিমধ্যে জমা হওয়া হাজার হাজার আবেদনের মধ্যে ৩ হাজার ৪৬৮টি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের আবেদন বাতিল হয়েছে। মঞ্জুর করা হয়েছে মাত্র ৪ হাজার ৬১৮টি। এই সমস্যার নিধন যেন কিছুতেই সম্ভব হচ্ছে না। সরকার তরফে নির্দেশ দেওয়ার পরও ফের অভিযোগ উঠছে ঋণ না দেওয়ার। ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী, এখনও কিছু কিছু ব্যাঙ্ক তাঁদের চাপ দিচ্ছে কিছু বন্দক রেখে ঋণের আবেদন পাশ করানোর জন্য। আবার কোনো কোনো ব্যাঙ্ক পড়ুয়াদের শুধুমাত্র প্রফেশনাল কোর্সের জন্য ঋণ দিচ্ছে।
উল্লেখ্য, এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের যুক্তি, এই লোন দেওয়ার জন্য পড়ুয়াদের কোন প্রমাণপত্র নয়, তাঁদের মেধা বিচার করা হচ্ছে। কোর্স ও মেধার মান সন্তোষজনক না হলে চাকরি পেতে সমস্যা হবে। যার জেরে ঋণ মেটাতেও সমস্যা হতে পারে সেই সব ছাত্রছাত্রীর। আর ব্যাঙ্কে গচ্ছিত সাধারণ মানুষের অর্থ বিপন্ন হলে, পরবর্তী অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এককথায় ঋণ দেওয়া টাকা ফেরত পেতে অসুবিধা হবে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার তরফে, এই সমস্যার দ্রুত নিধন করতে গঠন করা হয়েছে টাস্ক ফোর্সের। যারা জেলায় জেলায় ঘুরে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, কেন তাঁরা ঋণ দিতে অস্বীকার করছেন- সেই বিষয়ে খোঁজ খবর নেবে।
আরও পড়ুন…..AADHAR UPDATE: বাড়িতে বসেই বদলে ফেলুন নিজের আধার কার্ডের ছবি, জেনে নিন সহজ পদ্ধতি
প্রসঙ্গত, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় ফের জিতলে পড়ুয়াদের জন্য নয়া প্রকল্প আনবেন মুখ্যমন্ত্রী। যেমন কথা তেমন কাজ। বাংলার শাসনে তৃতীয়বারের জন্য জয়ী হয়েই জারি করে দিলেন স্টুডেন্টস ক্রেডিট কার্ডের। গোটা মাস ধরে চললো দুয়ারে সরকার প্রকল্প, সেখানেই আবেদন পড়লো একাধিক স্টুডেন্টস ক্রেডিট কার্ডের। তবে পড়ুয়াদের জন্য তৃণমূল সরকার তরফে এই রকম প্রকল্প প্রথম নয়। এর আগেও পড়ুয়াদের স্বার্থে কন্যাশ্রী, যুবশ্রী-র মতো একাধিক প্রকল্প জারি করেছেন তৃণমূল সুপ্রিমো।