India-Bangladesh: বাংলা সীমান্তে ফের বাড়ছে চোরাবাজারি, বিএসএফের হাতে নিহত তিন

ভারত-বাংলাদেশ(India-Bangladesh) সীমান্তে চোরাবাজারির সমস্যা চিরকালীন। প্রতিদিন-প্রতিনিয়ত খবর আসে চোরাবাজারির। শুক্রবার কোচবিহারে(Cooch Behar) ভারত-বাংলাদেশ সীমান্তে দেখা যায় একইরকম পরিস্থিতি। সূত্র অনুযায়ী, কোচবিহার সীমান্তে বাংলাদেশ থেকে দুই অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ভোর ৩টা নাগাদ তাঁরা সীমান্ত রক্ষাকারী বা বিএসএফদের হাতে ধরা পড়ে। তাঁদের সীমান্ত পার করতে বাঁধা দেওয়া, তাঁরা লোহার রড নিয়ে আক্রমণ চালায় সীমান্ত রক্ষীদের দিকে। তাঁদের আক্রমণকে ঠেকাতে গুলি চালিয়ে বিএসএফ। যার জেরে মৃত্যু হয় দুই বাংলাদেশি পাচারকারীর এবং একজন ভারতীয় নাগরিকের। সংঘর্ষের জেরে জখম হয়েছে এক জওয়ান।

bsf,west bengal,bangladesh,smuggling,বাংলাদেশ,বিএসএফ,smugglers,cattle,india,attack,district,shots,firing,cooch behar,killed,miscreants,news and updates,news in hindi,Latest India News Updates,Coochbehar,কোচবিহার,গুলি,Three Died,মৃত তিনজন,Cattle Smuggling,গরু পাচারে

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৩টা নাগাদ কোচবিহারের সিতাই থানা এলাকার সাতভান্ডারী সীমান্ত দিয়ে গরু পাচার করার চেষ্টা করছিল দুজন বাংলাদেশি। তবে তাঁদের ভারতে গরু ঢোকাতে সাহায্য করছিল একজন ভারতীয় নাগরিক। পাচার কার্য চলাকালীনই তা চোখে পড়ে একজন বিএসএফের এবং সে তাঁদের কাজে বাঁধা দিলে। তাঁকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে তিনজন পাচারকারী। ইতিমধ্যে, একজন জওয়ানের দিকে লোহার রড নিয়ে আক্রমণ করতে আসে। এই পরিস্থিতি নিজের প্রাণ বাঁচাতে গুলি চালায় জওয়ানটি। আর তার জেরেই মৃত্যু হয় তিনজনের। ভারতীয় নাগরিকের দেহটি পড়ে রয়েছে সিতাইয়ে। আর বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে নিহত দুই বাংলাদেশীর দেহ।

আরও পড়ুন…শীতের সবজি দিয়ে দুর্দান্ত রান্না, দেখে নিন বাড়িতে দারুন স্বাদের বাঁধাকপির তরকারি রেসিপি

স্থানীয় সূত্রে জানা গেছে, গোটা ঘটনার রূপরেখা অন্য। স্থানীয়দের অভিযোগ, জওয়ানরা মিথ্যা কথা বলছেন। এই নাগরিক গরু পাচারের সঙ্গে যুক্ত নন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সিতাই এলাকায়। বাধ্য হয়ে সেখানে আসে সিতাই থানার পুলিশ। কিন্তু তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।




Back to top button