Omicron Corona Update- রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, আবারো মাথা চাড়া দিচ্ছে করোনার ভয়

পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছেন ৪১৮জন। এই আক্রান্তদের মধ্যে কলকাতাতেই (Kolkata) শুধু ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, ও তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। কোভিড আক্রান্ত হওয়ার সংখ্যার থেকে সুস্থতার হার (Recovery Rate) বেড়েছে গত ২৪ ঘণ্টায়। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৪৩৯ জন। রাজ্যের সক্রিয় করোনা রোগীর (Active Corona Patient) সংখ্যা কমে হয়েছে ৭ হাজার ৫১৭ জন । তবে গত ২৪ ঘণ্টায় গতকালের থেকে এক ধাক্কায় অনেকটা কম হয়ে মাত্র ২২ হাজার ৩২৭ জনের করোনা পরীক্ষা (Corona Test) হয়েছে, যার মধ্যে ৪১৮ জন করোনা পজিটিভ ধরা পড়েছে। যার ফলে রাজ্যে পজিটিভিটি রেট ১.৫৯% এর থেকে বেড়ে বেড়ে ১.৮৭% হয়েছে।
এই কোভিড টেস্টের বিষয় রাজ্যে চিকিৎসক মহলের একাংশের বক্তব্য, “যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে, ওমিক্রন আতঙ্কের জন্য আরও বেশি করে করোনা পরীক্ষা করার কথা, সেখানে আমাদের রাজ্যে প্রতিদিন অপেক্ষাকৃত কম করোনা পরীক্ষা করা হচ্ছে এবং তার ফলে আক্রান্তের সংখ্যা অনেক কম থাকছে, এটা যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। রাজ্যে করোনা পরীক্ষা করার সংখ্যা আরও বাড়ানো উচিত এবং একইসঙ্গে মানুষের উচিত কোনরকম করোনা উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা পরীক্ষা করানো।”
এছাড়াও ব্রিটেন থেকে ফেরত আলিপুরের বাসিন্দা এক তরুণীর শরীরে অমিক্রণ ভেরিয়েন্ট এর সন্ধান পাওয়া যায়নি, তাই খানিকটা স্বস্তি মিলেছে রাজ্যে। যদিও গোটা বিশ্বে হু হু করে আবারও ছড়াচ্ছে এই কোভিড। এরইমধ্যে আজ ব্রিটেনেই বিশ্বের প্রথম একজনের মৃত্যু হলো ওমিক্রন আক্রান্ত হয়ে। এই পরিস্থিতি তে রাজ্যে খানিকটা কোভিড আক্রান্তের সংখ্যা কম ছিল। যদিও, গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮৩ জন, সেটা গত ২৪ ঘণ্টায় কমে হয়েছে ৪১৮ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকাল ৬ জন, সেটা আজ বেড়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের ।
আরও পড়ুনঃ এবার কি মূল্যবৃদ্ধির আগুনে জ্বলবে সিগারেটও, কী বলছে আগামী বাজেট
রাজ্যে করোনা আক্রান্তের হার বেশ কিছুটা কমলেও কলকাতায় আক্রান্তের হার কমার কোন লক্ষণ নেই। এখানে আক্রান্তদের সংখ্যা প্রতিদিনই নিয়ম করে বেশি থাকছে। অর্থাৎ রাজ্যে যেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪১৮জন, সেখানে কলকাতায় এক দিনে আক্রান্ত ১৩৫জন এবং মৃত্যু হয়েছে ২জনের। যথাক্রমে উত্তর ২৪ পরগনায় এক দিনে আক্রান্ত ৭৩জন এবং মৃত্যু ৩জনের। হাওড়া জেলায় আক্রান্ত ২৫জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৩৮জন এবং মৃত্যু ১জনের। পাশাপাশি হুগলি জেলায় আক্রান্ত ৩৮জন এবং মৃত্যু ১জনের।