Weather update- নামছে পারদ, সপ্তাহান্তে বাড়তে পারে শীতের মেজাজ
নেহা চক্রবর্তি, কলকাতা- নামছে পারদ, বেশ কয়েকদিন আগেই আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছিল, বুধবার থেকেই রাজ্য জুড়ে বাড়তে পারে শীতের আমেজ। যার জেরে বেশ আপ্লুত রাজ্যবাসী। কারণ বিগত বছরগুলির তুলনায় এবারে শীতের আমেজ যেন বেশ কম। নভেম্বর মাস এসে চলে যেতে চললো, কিন্তু শীতের প্রভাব এখনও তলানিতে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের এই খবরে বেশ মজে ছিল রাজ্যবাসী।
কিন্তু আপাতত পরিস্থিতি “অতি মেঘে অনাবৃষ্টি”। শীতের নেই কোনো দেখা, যদিও বেশ কিছু জায়গায় মেঘলার ফলে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বাতাসে বেড়েছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ। তাই অস্বস্তিকর গরম পরিবেশ হওয়ার সম্ভাবনা এই নভেম্বরেও, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপেক্ষিক আর্দ্রতা প্রভাবে উত্তরের হাওয়া পথে এক বিশাল বড়ো বাঁধা সৃষ্টি করেছে ফলে শুষ্ক আবহাওয়া বজায় থাকছে চারিপাশে। সর্বদাই ঘনিয়ে আছে মেঘ।
উল্লেখ্য, এদিন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের তুলনায় ১ ডিগ্রি কম হলেও বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। এছাড়াও, পারদ আরও নিম্নমুখী হবে আগামি দিন গুলোয়। জলীয় বাষ্পের পরিমাণ অধিক থাকার ফলে পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ,কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেক, নিউটাউন, রাজারহাট-সহ একাধিক এলাকা ঘন কুয়াশায় ঢেকে গেছিলো। অনেক গাড়ি চলাচলের সময় ইমারজেন্সি হেডলাইট জ্বালানোর প্রয়োজন হয়ে উঠেছিলো , ৫০০ মিটার ব্যবধানে দৃশ্যমানতা কম থাকায় ঝাপসা ছিলো চারিপাশ। ফলে একটা শিরশিরে শীত ভাব চারিপাশে বিরাজ করছে।
আরও পড়ুন……Weather Update – বৃষ্টি শেষে ফিরছে ঠান্ডা, বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত জানাল আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আগামী তিন দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকব। এছাড়াও প্রত্যেক বছর দক্ষিণবঙ্গে সহ কলকাতায় শীত পড়ে খানিক দেরিতে, তবু এ বছর ইতিমধ্যেই নভেম্বরেই দু’বার তাপমাত্রা ১৮’র কাছাকাছি নেমে যাওয়ার ফলে হাওয়া দপ্তরের আশঙ্কা বুধবারের আবহাওয়ার উচ্চচাপ কাটলে সপ্তাহের শেষে কলকাতায় নেমে আসবে শীত। এক্ষেত্রে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বা তার কমও হতে পারে। এছাড়াও শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের জন্য পুবালি হাওয়ার দাপট বাড়বে। সাগর থেকে জলীয়বাষ্প এসে আরো একবার মেঘলা আকাশ সৃষ্টি করবে। রাতের তাপমাত্রা বাড়াবে কলকাতা সহ অন্যান্য জেলায়।”
প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে ইতিমধ্যেই পুবালি বাতাসের সৃষ্টি হয়েছে, যার জেরে বাড়তে পারে জলীয় বাষ্পের পরিমাণ। পাশাপাশি, হাওয়ার ফলে তা রাজ্যে প্রবেশ করলে সম্ভবনা ভারী বৃষ্টির। এছাড়াও পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই শিরশিরে শীত পড়তে আর বেশিদিন দেরি নেই রাজ্যে।