Bratya Basu: “স্কুল যাওয়া বাধ্যতামূলক নয়, অভিভাবক চাইলেই স্কুল যাবে পড়ুয়া” বললেন শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের স্বাস্থ্যই অগ্রাধিকার। অভিভাবকরা চাইলেই স্কুলে আসবে পড়ুয়ারা। স্কুলে আসা বাধ্যতামূলক নয়। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “স্কুলে আসা নিয়ে কোনোরকম জোরাজুরি করা হবে না।”
রাজ্য সরকার তরফে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ১৬ই নভেম্বর থেকে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলবে ক্লাস। কিন্তু পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বলে এই পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এছাড়াও পড়ুয়াদের স্বাস্থ্যের দায়িত্ব তাঁদের নিজেদের, তাঁরা করোনা আক্রান্ত হলে স্কুল সেই দায় ভার নেবে না বলে জানায় শহরের বেশ কয়েকটি স্কুল কর্তৃপক্ষ। এই পরিস্থিতি রাজ্য জুড়ে অভিভাবকদের মধ্যে দেখা যায় উত্তেজনা। যার ফলে খানিক অস্থিরতা তৈরি হয় স্কুল খোলার বিষয় নিয়ে। এই পরিস্থিতি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে স্কুল খোলার বিষয়ে হওয়া জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানায়, ১৬ তারিখ থেকে স্কুল খোলায় কোনও বাধা নেই। করোনাবিধি মেনে ক্লাস করাতে হবে।
আরও পড়ুন……Anupam Ray divorce : ফের বিচ্ছেদের সুর টলি পাড়ায়! স্ত্রী এখন শুধুই বন্ধু, ডিভোর্স অনুপমের
হাইকোর্টের এই রায়ে স্কুল খোলায় আর কোনো বাঁধা রইলো না। এর প্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘‘পড়ুয়াদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। বাবা-মা চাইলে তবেই পড়ুয়াদের স্কুলে পাঠাবেন।’’