মোদী-শাহ পেরিয়ে রদবদলের পথে মমতার মন্ত্রীসভাও, বড় দায়িত্ব নিলেন খোদ তৃণমূল সুপ্রিমো

মমতার মন্ত্রীসভায় রদবদল। পঞ্চায়েত, অর্থ এবং ক্রেতা-সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে মন্ত্রীসভার অন্য সদস্যদের। পঞ্চায়েতমন্ত্রী দফতরের মন্ত্রী হচ্ছে পুলক রায়। ক্রেতা সুরক্ষা দফতর সামলাবেন মানস ভুঁইয়া। অর্থ দফতর মুখ্যমন্ত্রী নিজেই দেখভাল করবেন। তবে প্রতিমন্ত্রী হিসাবে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য। আনুষ্ঠানিকভাবে এখনো কিছু না জানানো হলেও, নবান্ন সূত্রে এই সমস্ত তথ্যই জানা গিয়েছে।

সদ্য প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দতরের দায়িত্ব ভার সামলাবেন উলুবেড়িয়ার বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগর মন্ত্রী পুলক রায়। পাশাপাশি, পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হিসেবে থাকছে সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম মুখ বেচারাম মান্না। অর্থমন্ত্রী হিসেবে তৃতীয় মমতা মন্ত্রীসভায় কাজের মেয়াদ শেষ হয়েছে অমিত মিত্রের। এবারের বিধানসভায় তিনি ভোটে নামেননি। সেই কারণে কোনো বিধায়ক পদেও নির্বাচিত হননি। যার জেরে ছয় মাসের বেশি মন্ত্রী পদে থাকতে পারবেন না। সেই মতো মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাঁকে। অমিত মিত্রের বদলে রাজ্যের অর্থ দফতরের দায়িত্বে থাকছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাই। তাঁর সাথে ডেপুটি হিসাবে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য। আপাতত, তিনি নগরোন্নয়ন দফতরের দায়িত্বে রয়েছেন।

mamata banerjee,tbc,TMC,cabinet reshuffle,ministry,cabinet,তৃণমূল,ক্যাবিনেট,মমতা বন্দ্যোপাধ্যায়,মন্ত্রিত্ব,mamata banerjee cabinet reshuffle,tmc decided to reshuffle the cabinet ministers,cabinet ministry,রদবদল মমতার মন্ত্রীসভায়

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে, অমিত মিত্রকে অর্থ দফতরের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হবে। অপরদিকে, ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে মানস ভুঁইয়াকে। তৃতীয় মমতা মন্ত্রিসভার শুরুতে এই দফতরের দায়িত্বে ছিলেন বর্ষীয়ান সাধন পাণ্ডে। কিন্তু তাঁর অসুস্থতার জেরে এই দফতরের দায়িত্বভার দেওয়া হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে। দুর্ভাগ্য! গত বৃহস্পতিবারই তাঁর প্রয়ান হয়। সেই কারণে আপাতত ফাঁকাই পড়ে আছে ক্রেতা সুরক্ষা দফতর। এবার এই দফতরের দায়িত্বে আনা হচ্ছে আরেক বর্ষীয়ান বিধায়ক মানস ভুঁইয়াকে। ইতিমধ্যেই রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া।

আরও পড়ুন……দার্জিলিংয়ের পাশেই রয়েছে এক অচেনা স্বর্গের ঠিকানা! ছবি দেখলে চোখ জুড়িয়ে যাবেই

প্রশাসনিক দক্ষতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার এই রদবদলে সম্মতি দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। গত জুলাই মাসে মোদী সরকার তরফেও হয়েছিল মন্ত্রীসভা রদবদল। যার জন্য দেশ জুড়ে কটাক্ষের তুলনায় একটু বেশি বাহবা পেয়েছিল মোদী সরকার। মহিলাদের সংরক্ষণ বৃদ্ধির মাধ্যমে মন্ত্রীসভার ইতিহাসে খানিক নজিরও গড়েছিল বলা চলে। এবার সেই পথে এগিয়েছে বিজেপি বিরোধী মুখ মমতার সরকারও।




Back to top button