Higher Secondary Exam- নাও হতে পারে উচ্চমাধ্যমিক, সংশয়ে রাজ্যের শিক্ষামহল

রাখী পোদ্দার, কলকাতা– দিব্যি চলছিল সাধারণ মানুষের জীবনমাত্রা( lifestyle)। কিন্তু হঠাৎ কোথা থেকে চলে এল এই করোনা ভাইরাস( corona virus)।সুস্থ স্বাভাবিক ভাবে চলা জীবনযাত্রাকে( lifestyle) রীতিমতো বড়ো আঙুল দেখিয়ে থামিয়ে দিল এই মারণ রোগ। করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘ ২০ মাস( months) বন্ধ ছিল স্কুল কলেজ। শুরু হল অনলাইনে ক্লাস( online class) নেওয়া। অনলাইন শিক্ষাই তখন হয়ে উঠেছিল একমাত্র মাধ্যম। রবীন্দ্রনাথ ঠাকুর( rabindranath tagore) সেই কবে লিখে গেছেন,“কত অজানারে জানাইলে তুমি,কত ঘরে দিলে ঠাঁই,দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই”। আগে যেই ফোন( phone) থেকে বাচ্চাদের দূরে রাখা হত সেই ফোনই হয়ে উঠেছিল শিক্ষা ব্যবস্থার( education system) একমাত্র মাধ্যম।
সারাটা দিন কেটে যেত ফোন অথবা ল্যাপটপের( laptop) সামনে। স্কুলে( school) বন্ধুদের( friends) সাথে আড্ডা দেওয়া কিংবা স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝাল ঝাল ফুচকা( fuchka) খাওয়া উঠেই গিয়েছিল পড়ুয়াদের( students) রোজনামচার তালিকা( schedule) থেকে। কর্পূর রেখে দিলে যেমন কিছু দিন পর তা উবে যায় ঠিক সেইভাবেই পড়ন্ত বিকেলে পাড়ার বন্ধুদের সাথে মাঠে গিয়ে খেলাটাও যেন উবে গিয়েছিল এই করোনা( corona) কালে।
ফের দীর্ঘ ২০ মাস( months) পর গত ১৬ই নভেম্বর( november) থেকে রাজ্যে খুলেছে স্কুল – কলেজ। সরকারি নিয়ম বিধি মেনেই চালু করা হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস। অফলাইনেই( off line) ক্লাস হবে তাদের। ফলে পরীক্ষাও( examination) হবে অফলাইনেই। ইতিমধ্যেই পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট( test) পরীক্ষা কী হবে? এবার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের( students) অফলাইন টেস্ট পরীক্ষার দিনক্ষণ বেঁধে দিল সরকার।
আরও পড়ুন…..School Reopening- পড়ুয়াদের ফের বিদ্যালয়মুখী করে তুলতে উদ্যোগ নিল এই জেলার শিক্ষকেরা
গত মঙ্গলবার ৩০ শে নভেম্বর( november) উচ্চ শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ৩১ শে ডিসেম্বর( december) অর্থাৎ চলতি বছরের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা সেরে ফেলতে হবে। আজ স্কুলগুলিকে এই নির্দেশিকাই পাঠিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ। জানা গিয়েছে এই টেস্ট পরীক্ষা হবে ৫০ নম্বরে( 50 number)। তবে কোন দিন কি পরীক্ষা হবে তা এখনও পর্যন্ত জানানো হয় নি। কবে, কখন কোন পরীক্ষা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষকেই নিতে বলা হয়েছে। এর পাশাপাশি সংসদ আরও জানিয়েছে, যে টেস্ট পরীক্ষার রেজাল্ট( result) এবং পড়ুয়াদের প্রাপ্ত নম্বর( number) আপাতত স্কুলের হেফাজতেই রাখতে হবে। পরে সংসদ তা প্রতিটি স্কুলের থেকে প্রয়োজন অনুসারে চেয়ে নেবে।