Today’s weather : ফের বাংলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, মেয়াদ ফুরালো শীতের

রিমা শিয়ালী, কলকাতা: আগে পৌষের আবির্ভাব হতে না হতেই বাংলা দুয়ারে কড়া নাড়তো শীত ( winter )। সে সব এখন অতীত ( past )। এ যেন পৌষে শীত নয়, পৌষে বাদলা। শীতের শুরুতেই রাজ্যে দেখা দেয় পশ্চিমী ঝঞ্ঝা ( western storm ), ফলস্বরূপ শীতের শুরুই হয় বৃষ্টি দিয়ে। এরপর আকাশ পরিষ্কার ( clear ) হওয়ায় গত রবিবার ( Sunday ) থেকে রাজ্যে ধীরে ধীরে পড়ছিল শীত। বাংলার মানুষ হয়তো ভেবেছিল মাঘের শুরুতেই রাজ্যে জাঁকানো শীত পড়বে। কিন্তু এবারও মনে হয় তাদের মনোবাঞ্ছনা ( desire ) পূর্ণ না করেই আবারও পালাবে শীত। গত তিন-চার দিন ধরে যে শীত অতিথি ( guest ) হয়ে এসেছিল তার বোধহয় এবার যাওয়ার পালা। পূর্বাভাস অনুযায়ী আরো একবার বঙ্গের ( Bengal ) পড়েছে পশ্চিমী ঝঞ্ঝার দৃষ্টি। ফের বৃষ্টির সম্ভাবনা ( possibility ) রাজ্যে। এরকম পরিস্থিতিতে শীত দীর্ঘদিন টেকসই ( stable ) হবে না বলেই দাবি আবহাওয়াবিদ দের।
Today’s weather : আবহাওয়া অফিস কি বলেছেন?
আবহাওয়া অফিস থেকে জানা গেছে, আজ (বুধবার) কলকাতার ( Kolkata ) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রী কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রী কম। কিন্তু আবহাওয়াবিদদের আশঙ্কা এই শীত খুবই সীমিত ( limited )। পূর্বাভাস অনুযায়ী আগামী ২৩ এবং ২৪ শে জানুয়ারির মধ্যেই আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু আগামী কয়েকদিন শীত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাদের মতে আপাতত আগামী কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই থাকবে। কিন্তু ঝঞ্ঝার প্রভাবে বাংলায় শীতের মেয়াদ আর বেশিদিন নেই বলেই জানিয়েছেন তারা।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/dangerous-place-where-you-cant-go-in-india/
Today’s weather : জেলাগুলিতে আবহাওয়ার খবর
আবহাওয়া অফিস থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী তিনদিন দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। ২১ শে জানুয়ারি থেকে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। ২২ শে জানুয়ারি ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে বৃষ্টি। অন্যান্য জেলাগুলিতে এই দুইদিন আকাশ কেবল আংশিক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। এ কদিন রাতে তাপমাত্রার বিশেষ কোনো তারতম্য না হলেও দুদিন পর তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীত কমবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া এবং আংশিক মেঘলা আকাশ থাকবে।