Virat Kohli : বিরাট কোহলির প্রেমে কুপোকাত আরো এক অভিনেত্রী, দেখে নিন ছবি

বলিউডের অভিনেত্রীরা বরাবরই রান মেশিন বিরাট কোহলির (Virat Kohli) বড় ভক্ত।বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মার সাথে দীর্ঘ প্রেমের পরে তাকে বিয়ে করেছিলেন বিরাট।
কে এই অনুরাগী
কিন্তু কিছুদিন আগেই উঠে এল আরও এক বিরাটঅনুরাগীর নাম। সেই নাম নিয়ে বেশ শোরগোল পড়েছিল নেটদুনিয়ায়
সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর (Mrunal Thakur) বিরাটের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন। এক সময় তিনি নাকি বিরাট কোহলির( Virat Kohli ) প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন।
ম্রুনালের virat kohli নিয়ে বক্তব্য
ম্রুনাল বলেন, তিনি বরাবরই ক্রিকেটের ভক্ত। যদিও এর জন্য কৃতিত্ব দিলেন তার ভাইকে। সময় পেলেই তারা একসাথে লাইভ ম্যাচ দেখতে যান। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “একটা সময় ছিল যখন আমি বিরাটের প্রেমে পাগল ছিলাম। আমার ভাই ক্রিকেটের বিশাল বড় ভক্ত, ওর জন্যই আমার ক্রিকেটকে নিয়ে এত পগলামী।”
এছাড়াও তিনি আরও বলেন, “আমার মনে পড়ছে প্রায় ৫ বছর আগে একটি স্টেডিয়ামে লাইভ ম্যাচ দেখার কথা। আমি নীল জার্সি পড়ে টিম ইন্ডিয়ার জন্য চিয়ার করছিলাম। আর এখন, আমি “JERSEY” এর মতো একটি ক্রিকেট নিয়ে তৈরি হওয়া সিনেমার অংশ। ব্যাপারটা সত্যিই খুব রোমাঞ্চকর।”
ক্রিকেট নিয়ে তৈরি হওয়া সিনেমা “জার্সি”
ক্রিকেট নিয়ে তৈরি হওয়া সিনেমা “জার্সি”। আসলে এটি একটি তেলেগু সিনেমার রিমেক। এই সিনেমায় শাহিদ কাপুরের বিপরীতে দেখা যাবে ম্রুনাল কে। জার্সি পরিচালনার দায়িত্বে রয়েছে গৌতম তিন্নানুরি। গত বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। তবে করোনার জন্য তা পিছিয়ে যায়।
চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির। এই মুহূর্তে ম্রুনালের রয়েছে এক গুচ্ছ ছবি, ‘আঁখ মিচোলি’, ‘ থরম ‘ এর হিন্দি রিমেক এর কাজ নিয়ে এখন ব্যস্ত অভিনেত্রী।
ম্রুনালের আরও কিছু ছবির কথা
এছাড়াও আরো কয়েকটি ছবি রয়েছে ম্রুনালের ঝুলিতে। এরপর আঁখ মিচোলি ছবিতে দেখা যাবে তাঁকে। পরেশ রাওয়াল, শরমন যোশী, অভিমন্যু দাসানির মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এছাড়াও আদিত্য রয় কাপুরের সঙ্গেও একটি তামিল ছবির হিন্দি রিমেকে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে।
আরও পড়ুন : Republic Day 2022 : সংবিধান রচনায় বসেছিল শত শত অধিবেশন, ফিরে দেখা প্রজাতন্ত্র দিবসের ইতিহাস