Indian Army News : প্রজাতন্ত্র দিবসে শৌর্যচক্রের দ্বারা সম্মানিত হলেন ৬ ভারতীয় জওয়ান, চিনে নিন এই বীরদের

আজ প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসের প্রারম্ভে শৌর্যচক্র পেয়েছেন ভারতীয় সেনার ছয় বীর জওয়ান( Indian Army News )। এদের মধ্যে পাঁচজন আজ মরণোত্তর শৌর্যচক্র পেয়েছেন। এই শৌর্যচক্র ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান।
এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, “১৭ মাদ্রাস রেজিমেন্টের নায়েব সুবেদার শ্রীজিথ এম, রাজপুত রেজিমেন্ট বা ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের হাবিলদার অনিলকুমার তোমর, কোর অফ ইঞ্জিনিয়ার বা ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের হাবিলদার কাশীরায় বাম্মানাল্লি, জাঠ রেজিমেন্ট বা ৩৪ রাষ্ট্রীয় রাইফেলসের হাবিলদার পিঙ্কু কুমার, ১৭ মাদ্রাস রেজিমেন্টের সিপাই মারুপ্রোলু যশবন্ত কুমার রেড্ডি এবং ৫ অসম রাইফেলসের রাইফেলম্যান রাকেশ শর্মাকে শৌর্যচক্রে ভূষিত করা হয়েছে।”
মাদ্রাস রেজিমেন্টের নায়েব সুবেদার শ্রীজিথ এম পেয়েছেন মরণোত্তর শৌর্যচক্র
সালটা ২০২১,৮ জুলাই। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস-বিরোধী অভিযান চলছে। এই অভিযানে তিনি মারা যান। সুবেদার অভিযানের সময় গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন আহত অবস্থায়।
কোর অফ ইঞ্জিনিয়ার বা ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের হাবিলদার কাশীরায় বাম্মানাল্লি পেয়েছেন মরণোত্তর শৌর্যচক্র
২০২১এর ১ ও ২ জুলাই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি-বিরোধী যে অভিযান হয়েছিল সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর অদম্য মনের জোর ও অতি সাহসিকতার কারণে কমব্যাট অ্যাকশন দলের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন।
জাঠ রেজিমেন্ট বা ৩৪ রাষ্ট্রীয় রাইফেলসের হাবিলদার পিঙ্কু কুমার পেয়েছেন মরণোত্তর শৌর্যচক্র
২০২১ এর ২৭ মার্চে কাশ্মীরে রাস্তায় জঙ্গিদের পালানোর পথে পাহারা দিচ্ছিলেন তিনি। এমন সময় এক জঙ্গির সঙ্গে তাঁর তুমুল লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে মাথায় গুলি লেগেছিল তার। মৃত্যু হয় সেই গুলিতেই ।
রাজপুত রেজিমেন্ট বা ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের হাবিলদার অনিলকুমার তোমর পেয়েছেন মরণোত্তর শৌর্যচক্র
২০২০ সালের ডিসেম্বর সন্ত্রাস-বিরোধী একটি অভিযানে অভিযানে ছিলেন। যেখানে তিনি একটি কমব্যাট অ্যাকশন দলের নেতৃত্ব দিচ্ছিলেন। অনিলকুমার তোমর গুলির লড়াইয়ে দু’জন জঙ্গিকে খতমও করেছিলেন। তবে তিনি নিজেও অনেকটাই আহত হয়েছিলেন। পরে মৃত্যু হয় এই জওয়ানের।
মাদ্রাস রেজিমেন্টের সিপাই মারুপ্রোলু যশবন্ত কুমার রেড্ডি পেয়েছেন মরণোত্তর শৌর্যচক্র
২০২১ এর ৮ জুলাই জম্মু ও কাশ্মীরে যখন সামনা সামনি গুলি চলছিল তখন সেই লড়াইয়ে মারা যান তিনি। তবে মারা যাওয়ার আগে অব্ধি নিজের সহকর্মীর প্রাণ রক্ষা করেছিলেন সিপাই মারুপ্রোলু যশবন্ত কুমার রেড্ডি।
অসম রাইফেলসের রাইফেলম্যান রাকেশ শর্মা পেয়েছেন মরণোত্তর শৌর্যচক্র
২০২১ সালের ২৩ মে অসমে দুই জঙ্গিকে শেষ করেছিলেন তিনি। একজনকে মারার পর , কভার দেওয়ার কেউ ছিলনা তার সেই অবস্থাতেও তিনি আরেকজনকে মেরে ছিলেন। গুরুতর আহত হয়ে পড়ে তিনি মারা যান।