Gujrat News Viral : ১৯ বছর বয়সেই দেশের কনিষ্ঠতম কমার্শিয়াল পাইলট কৃষক কন্যা ! নেট পাড়ায় পড়েছে সাড়া

ছোটবেলায় আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখে থাকি। অনেকেই ভাবে সে বড় হয়ে পাইলট হবে( Gujrat News )। কিন্তু সবাই সেই স্বপ্ন পূরণ করতে পারে না। আর কৈশোরে তো একেবারেই নয়। কিন্তু এবার সেই অসাধ্য সাধন করে দেখালো গুজরাটের সুরাট নিবাসী মৈত্রী প্যাটেল। মাত্র ১৯ বছর বয়সেই দেশের সর্ব কনিষ্ঠ কমকর্শিয়াল পাইলট হয়ে দেখালেন তিনি। তাও সম্ভ্রান্ত পরিবার থেকে নয়, একজন সাধারণ কৃষক পরিবারে বড় হয়ে তিনি এই স্বপ্ন পূরণ করেছেন( Gujrat News )।
মৈত্রীর ছোটবেলার ইচ্ছা
ছোট থেকেই পাইলট হওয়ার ইচ্ছা ছিল মৈত্রীর। অনেক কম বয়স থেকেই উড়োজাহাজের ডানা দুটো তাকে আকৃষ্ট করতো। মৈত্রী যেই আর্থ সামাজিক পরিবেশে বড় হয়েছে, সেখানে থেকে অনেকেই এতটা ভাবার সাহস দেখাতে পারে না।
মৈত্রীর পথে যা বাধা সৃষ্টি করেছিল
মৈত্রী দেখেছিলেন তার চলার পথে হাজারো বাধা এসেছে, আর্থিক অনটন থেকে সামাজিক বাধা, কোনোকিছুই তাকে আটকে রাখতে পারেনি। সুরাটের এডভেন্টিস্ট স্কুল থেকে শিক্ষা সম্পূর্ন করে তিনি আমেরিকায় বিমান ওড়ানোর প্রশিক্ষণ নিতে চলে যান। এবং অবশেষে প্রশিক্ষণ সম্পন্ন করে মাত্র ১৯ বছর বয়সে কমার্শিয়াল পাইলট হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেন।
মৈত্রীর পরিবারের পরিচয়
মৈত্রীর মা গুজরাট স্বাস্থ্য দফতরের একজন কর্মী এবং তার বাবা কান্তিলাল প্যাটেল পেশায় একজন কৃষক। তিনিও মেয়ের জন্য এই স্বপ্ন দেখেছিলেন। একসময় তিনি সূরাট বন্দরে বিমান যাত্রীদের পৌঁছে দেওয়ার কাজ করতেন। অনেককে বিমানে উঠতে দেখে তিনি তার মেয়ের জন্যও এই স্বপ্ন দেখেছিলেন। তাঁর পক্ষে তার মেয়ের এই স্বপ্ন পূরণ করা সোজা ছিল না।
মৈত্রীর পারিবারিক সমস্যা
আর্থিক অনটন তো ছিলই পাশাপাশি তিনি মেয়েকে একটি ইংরেজী মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। এবং ফ্লাইট স্কুলে পড়াতে তার পারিবারিক একটি জমিও বিক্রি করে দিতে হয়।
মৈত্রীর স্বপ্নপূরণ
তবে মৈত্রীও তাঁর বাবা মা এর ত্যাগের দাম রেখেছেন। যেখান ১৮ মাস সময় লাগে একটি ফ্লাইং কোর্স শেষ করতে সেখানে মাত্র ১১ মাসেই কোর্স সম্পন্ন করে পাইলট হয়েছেন তিনি। একই সাথে তাঁর মত হাজার হাজার মেয়ে যারা পাইলট হওয়ার স্বপ্ন দেখছেন তার জন্য অনুপ্রেরণা হয়ে উঠলেন তিনি।
আরও পড়ুন : Bollywood News : জিরো থেকে হিরো, আজ বলিউড কাঁপাচ্ছে এই বাঙালি তারকা