Bengali Serial : ভক্তি দিয়েই বাজিমাত করছে টিভি চ্যানেল, বাঙালির বিনোদনে বাড়ছে ভক্তিমূলক সিরিয়ালের সংখ্যা

কথায় আছে ভক্তিতেই আছে শক্তি। একথা অবশ্য খুব একটা ভুল নয়, কারণ বর্তমানে টিভি চ্যানেলগুলো দেখলে সিরিয়ালের ভিড়ে ঠিকই এক আধটা ভক্তিমূলক সিরিয়ালের দেখা মিলবেই। সেটা যেকোনো জনপ্রিয় ববাংলা বিনোদনের চ্যানেল হতে পারে। আসলে সংসারের কূটকাচালি আর ঝগড়ার বাইরে বেরিয়ে অনেকেই একটু অন্য ধরণের গল্প দেখতে পছন্দ করে। সেই কারণেই ভক্তিমূলক সিরিয়ালের চাহিদা বাড়ছে দিনে দিনে( Bengali serial )। আজ আপনাদের জন্য এমনিই কিছু সিরিয়ালের তালিকা নিয়ে হাজির হয়েছি।
মহাপীঠ তারাপীঠ ( Bengali Serial )
ষ্টার জলসার মহাপীঠ তারাপীঠ সিরিয়ালটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।তারাপীঠের সাধক বামাখ্যাপার জীবনকাহিনী নিয়েই তৈরী হয়েছে সিরিয়ালটি। মাঝে মধ্যেই টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যেও উঠে আসে এই সিরিয়াল।
করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব( Bengali Serial )
জি বাংলার রানী রাসমণি সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। দক্ষিণেশ্বরের মা ভবতারিনীর কাহিনী যে দর্শকদের মন জয় করেছে সেটা বলাই যায়। দীর্ঘ চার বছর ধরে সমানভাবে নিজের জনপ্রিয়তা বজায় রেখেছে সিরিয়ালটি।
শ্রীকৃষ্ণভক্ত মীরা (Bengali Serial )
কিছুদিন আগেই ষ্টার জলসার পর্দায় শুরু হয়েছে ভক্তিমূলক সিরিয়াল শ্রীকৃষ্ণভক্ত মীরা। কৃষ্ণপ্রেমের গল্প নিয়েই তৈরী হয়েছে সিরিয়ালের প্রেক্ষাপট।
মেয়েদের ব্রতকথা ( Bengali Serial )
বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ একথা সর্বত্রই প্রচলিত। তাই পুজো পাঠের কাহিনী নিয়েই তৈরী হয়েছে আস্ত একটা সিরিয়াল। আকাশ ৮ চ্যানেলে এই সিরিয়াল বেশ জনপ্রিয়তা পেয়েছে।
জয় জগন্নাথ ( Bengali Serial )
জীবদ্দশায় একবার অন্তত পুরী ঘুরতে প্রায় প্রতিটা বাঙালিই গিয়ে থাকে। এই পুরী জগন্নাথের ধাম। আর জগন্নাথ বলরাম সুভদ্রার কাহিনী নিয়েই তৈরী হয়েছে জয় জগন্নাথ সিরিয়াল।
সঙ্কটমোচন জয় হনুমান ( Bengali Serial )
হিন্দু ধরেমে ভগবান শ্রী রামচন্দ্রের সাথে হনুমানজি ও পূজিত হন। আর হনুমানজির গাঁথা নিয়েই হিন্দি সিরিয়ালের ডাবিং করে চলছে সঙ্কটমোচন জয় হনুমান সিরিয়াল।
মঙ্গলময়ী সন্তোষী মা ( Bengali Serial )
আরও একটি ভক্তিমূলক সিরিয়াল হল মঙ্গলময়ী সন্তোষী মা। এই সিরিয়ালটি মূলত হিন্দি ভাষাতেই তৈরী হয়েছে। কিন্তু দিনে দিন সিরিয়ালের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে, তাই বাংলাতে ডাবিং করেই দেখানো হচ্ছে সিরিয়ালটি।