আপনার Smartphone থেকে চুরি হয়ে যেতে পারে সমস্ত তথ্য, সাবধান হন এখনই

একবিংশ শতকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে সকলের হাতেই এসে গেছে একটি করে স্মার্ট ফোন( Smartphone )। সামান্য থেকে সামান্যতম কাজের ক্ষেত্রে আমরা এই স্মার্ট ফোনের অপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাক্তিগত থেকে গোপনীয় সমস্ত তথ্যই এখন মানুষের হাতে ওই পাঁচ ইঞ্চির প্রযুক্তির মধ্যে আবদ্ধ।কিন্তু এটা জানেন কি, আপনার হাতে ওই ছোট্ট বিশ্বাসযোগ্য প্রযুক্তিটি যাকে বিশ্বাস করে আপনি নিজের সমস্ত তথ্য রাখতে দিয়েছেন, সেই কিন্তু পারে আপনার তথ্য ফাঁস করে দিতে( Smartphone)। অথবা ঘটতে পারে তথ্য চুরি যাওয়ার ঘটনা। বর্তমান যুগে এই ঘটনা একদমই বিরল নয়। নিজের তথ্যকে সুরক্ষিত করতে কয়েকটি সাধারণ কথা মাথায় রাখলেই চলবে। জেনে নিন সেগুলি-

থার্ড পার্টি থেকে কিছু ডাউনলোড নয়:

Smartphone

কোনো অ্যাপ ডাউনলোড করতে শুধু মাত্র সাহায্য নিন গুগল প্লে স্টোরের। অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে ডাউনলোডে বিরত থাকুন।

দেবেন না সহজ পাসওয়ার্ড:

Smartphone

এখনকার অধিকাংশ ফোনেই ফেস আনলক, ফিঙ্গার প্রিন্ট আনলকের মতো অত্যাধুনিক প্রযুক্তি দেখা যায়। সুতরাং, ফেসলক, ফিঙ্গার প্রিন্ট, কঠিন পাসওয়ার্ড মাধ্যমে তৈরি করুন নিরাপদ তথ্য ভান্ডার। প্রয়োজনে কিছু কিছু অ্যাপের জন্যও ব্যবহার করুন এই ধরণের পাসওয়ার্ড।

অনুমতি দেওয়ার ক্ষেত্রে খতিয়ে দেখুন:

Smartphone

বিভিন্ন সময় অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে একটি পপ-আপ নোটিফিকেশন আমাদের সামনে উঠে আসে। মূলত অ্যাপটি সঠিকভাবে নিজেকে চালন করার জন্য বিভিন্ন ক্ষেত্রে অনুমতি চায়। সঠিক ভাবে সেই অনুমতির বিষয়গুলি খতিয়ে দেখে নিন, এবং তারপর অনুমতি দিন। আবার কিছু কিছু সময় আমরা ‘টার্ম অ্যান্ড পারমিশন’-এর লম্বা লেখার তালিকা দেখে উপেক্ষা করে যাই। তা সম্পূর্ণ ভুল। লেখাটি পড়েই অনুমোদন দিন কাজ এগোনোর।

এপিকে ফাইল ব্যবহারে বাড়তে পারে বিপদ:

Smartphone

বহু ক্ষেত্রেই আমরা কোনো পেইড অ্যাপ বা প্লে স্টোরে নিষিদ্ধ, এই রকম অ্যাপ ডাউনলোড করার জন্য বাইরে থেকে এপিকে ফাইল ডাউনলোড করেনি। কিন্তু মনে রাখবেন, এই ধরণের এপিকে ফাইলও আপনার ফোনের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে। ফাঁস হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য।

 

 

 

 




Leave a Reply

Back to top button