Bollywood News : একসময় ছবির জন্য পেতেন মাত্র ১০০ টাকা, চেনেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতাকে

বলিউড সিনেমা জগতের প্রবীণ অভিনেতাদের মধ্যে অন্যতম অভিনেতা হলেন জিতেন্দ্র (Jeetendra) ওরফে রবি কাপুর (Ravi Kapoor)। সিনেমা জগতে জিতেন্দ্র কুমার একজন অন্যতম নাম( Bollywood News )। তার অনবদ্য অভিনয় দ্বারা তিনি মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।জিতেন্দ্র নিজের কর্মজীবনে একাধিক ছবি দর্শককে উপহার দিয়েছেন। তিনি প্রথম ১৯৬৪ সালে ভি. শান্তারাম এর পরিচালিত ‘গীত গায়া পাথথরো নে (Geet Gaya Patharon Ne)’ সিনেমায় অভিনয় করেছিলেন। তারপর পরস্পর তিনি একের পর এক সিনেমায় অভিনয়ের সুযোগ পান।
কেরিয়ারের প্রথম দিকে যাত্রা সহজ ছিল না জিতেন্দ্রর
আজকের দিনে অভিনেতা কয়েকশো কোটি টাকার মালিক। বলিউডে তার জনপ্রিয়তাই তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। মুম্বাইয়ের জুহু এলাকায় যেখানে এক সে এক সেলেব্রিটিদের বাড়ি সেখানেই থাকেন জিতেন্দ্র। রয়েছে দামি গাড়িও। তবে সেলেব্রিটি হবার আগে এসবের কিছুই ছিল না বললেই চলে। একেবারে নিচু থেকেই উপরে উঠেছিলেন আজকের জিতেন্দ্র। কেরিয়ারের প্রথম দিকে তার যাত্রা খুব সহজসাধ্য ছিল না। নিজেকে প্রতিষ্ঠা করতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল।
একজন কোটিপতি জিতেন্দ্র কাপুর
এমনকি শোনা যায়, আজকের প্রতিপত্তিশালী অভিনেতা একসময় নিজের কাজের পারিশ্রমিক পেতেন কেবল ১০৫ টাকা। শুধু তাই নয় কর্মজীবন শুরুর প্রথম বেশ কয়েকমাস তাকে বেতন ছাড়াই কাজ করতে হয়েছে। তবুও থেমে থাকেননি অভিনেতা। তার সেদিনের সংগ্রামের ফলে অনবরত চেষ্টার দ্বারা তিনি আজ একজন সফল অভিনেতা। একজন কোটিপতি। শোনা যায়, মুম্বাইয়ের জুহুতে একটি বিলাসবহুল বাড়িতে জিতেন্দ্র বসবাস করেন।
বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরেই আছেন জিতেন্দ্র
বর্তমানে এই প্রবীণ অভিনেতা বালাজি টেলিফিল্মস (Balaji Telefilms) এবং বালাজি মোশন পিকচার্সের (Balaji Motion Pictures) চেয়ারম্যান পদে নিযুক্ত। জিতেন্দ্র কুমারের দুই সন্তান। একতা কাপুর (Ekta Kapoor) ও তুষার কাপুর (Tusshar Kapoor)।একতা কাপুরও বর্তমানে টিভি বিনোদন জগতের অন্যতম মধ্যমনি। তাকে ছাড়া হিন্দি বিনোদন একপ্রকার অসম্পূর্ণ। তবে জিতেন্দ্রর ছেলে তুষার কাপুর সিনেমা জগতে পা রাখলেও বিশেষ জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। তাই বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে দূরেই আছেন।
আরও পড়ুন : Zone Of Silence : নেই নেটওয়ার্ক, কাজ করে না কম্পাস, এই রহস্যময় অঞ্চলেই নাকি আনাগোনা রয়েছে ভিনগ্রহীদের