Bengaluru News : ১৫০০ এরও বেশি ভাষা রয়েছে মাতৃভূমি ভারতবর্ষে, এর মধ্যে ১০৭টি ভাষার মানুষ আছে বেঙ্গালুরুতেই

ভারত হল এমন একটি দেশ যেখানে ভিন্ন জাতি, বর্ণ, ধর্ম তথা সংস্কৃতির মানুষ একত্রে বসবাস করে। পৃথিবীতে খুব কমই এমন দেশ রয়েছে যেটা এতটা বৈচিত্র ময়। উত্তর থেকে দক্ষিন পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই বৈচিত্রে পরিপূর্ণ আমাদের দেশ ভারতবর্ষ। আমাদের প্রিয় এই মাতৃভূমিতে একাধিক সংস্কৃতি ভাষার সমন্বয় ঘটেছে। স্থান নির্বিশেষে বিভিন্ন মানুষের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা। সর্বমোট ১৫০০ এরও বেশি ভাষা রয়েছে আমাদের ভারতবর্ষেই।
বিশাল এই ভাষা ভান্ডারের মধ্যে ২২টি আঞ্চলিক ভাষা রয়েছে, যেগুলি রাষ্ট্রীয় ব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে ইতিমধ্যেই। এছাড়াও সরকারি হিসাবের বাইরেও মোট ৮৪টি ভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। তাহলে বুঝতেই পারছেন বৈচিত্রের কোনো অভাব নেই আমাদের এই দেশে। তবে জানলে অবাক হবেন এমন একটি শহর রয়েছে যেখানে একসাথেই ১০০ এরও বেশি আলাদা ভাষার মানুষ থাকেন( Bengaluru News )!
বেঙ্গালুরুতে ১০৭টি ভাষার মানুষের বাস রয়েছে
কি অবাক হলেন বুঝি? তাহলে বলি ভারতের একটি বিশেষ শহর বেঙ্গালুরুতে ১০৭টি ভাষার মানুষের বাস রয়েছে। ভাষার এত পরিমাণ বৈচিত্র আর কোনো জেলাতেই নেই গোটা ভারতবর্ষে। তবে এর কাছাকাছি সংখ্যক কিছু জেলা আছে বৈকি! নাগাল্যান্ডের ডিমাপুর ও অসমের শান্তিপুরে ১০০ এরও বেশি ভাষার মানুষেরটা থাকেন। আবার কোথাও খুব কম ভাষার বৈচিত্র রয়েছে।
ভিন্ন ভাষার সংস্কৃতি আকৃষ্ট করে মানুষকে
আসলে ভাষার বৈচিত্র যে শুধু মানুষের কথা বলার ধরণ আলাদা করে দেয় তা কিন্তু একেবারেই নয়। আলাদা আলাদা ভাষার সাথে জড়িয়ে থাকে তাদের সংকৃতি। ভাষার পরিবর্তনের সাথে সাথেই এই সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য কর যায়। তাই সংখ্যায় কম হোক বা বেশি ভিন্ন ভাষার সংস্কৃতি সর্বদাই আকৃষ্ট করে মানুষকে।
একাধিক ভাগে ভাগ হয়েছে বাংলা ভাষা
বৈচিত্রপূর্ণ এই দেশে ভাষা আলাদা হলেও দিব্যি মিলে মিশে থাকে সকলে। যেটা সম্প্রতির পাশাপাশি পরিবেশকেও আরো অনেকটা সম্মৃদ্ধ করে তোলে। প্রসঙ্গত, বাংলা ভাষারই একাধিক আঞ্চলিক রূপ রয়েছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলা ভাষার উচ্চারণ ও বলার ভঙ্গি নির্বিশেষে একাধিক ভাগে ভাগ হয়েছে বাংলা ভাষা। এগুলিকে মূলত আঞ্চলিক উপভাষা বলা হয়ে থাকে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে রাঢ়ী, বাঙালি, বরেন্দ্রি,ঝাড়খন্ডী ও রাজবংশীর মত বাংলা উপভাষার কথা।
আরও পড়ুন: Mia khalifa : চলে গেলেন মিয়া খালিফা! উত্তাল নেট জগৎ