Alien News Viral : মানুষ নয়, এলিয়েনদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ! ভিনগ্রহীদের খপ্পরে পড়ে ভেঙেছে বিয়ে।

মহাকাশের অলিতেগলিতে ছড়িয়ে রয়েছে কত অজানা রহস্য। আর সেই রহস্য সন্ধানেই যুগের পর যুগ ধরে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। কিন্তু তারপরেও ওই সীমাহীন আদিগন্ত চরাচরের কূলকিনারা খোঁজা এখনও সম্ভব হয়নি মানুষের পক্ষে। আর সেই ধোঁয়াশার চাদর জড়িয়েই জন্ম নেয় কত জানা অজানা অদ্ভূতুরে গল্পের। জন্ম হয়েছে এলিয়েনদেরও। এবার সেই ভিনগ্রহীদের বিরুদ্ধ অপহরণের অভিযোগ তুললেন এক মার্কিন নাগরিক যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়( alien news viral )।
স্টিভ কলবার্নের অপহরণ করেছে ভিনগ্রহীরা
মার্কিন নাগরিক স্টিভ কলবার্নের দাবি ভিনগ্রহীদের দলই তাকে শতাধিকবার অপহরণ করেছে। এমনকী তাঁর হাতের মধ্যে দিয়ে শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ন্যানো চিপ। যার ফলে একাধিক সমস্যা তৈরি হয়েছে তাঁর জীবনে। ছেড়ে চলে গিয়েছে প্রিয়জনেরা। ভেঙে গিয়েছে বিয়েও। তাঁর দাবি তাঁর জীবদ্দশাতেই তিনি একটি ইউএফওকে তার অ্যাভোকাডো গাছের উপর ঘুরে বেড়াতে দেখেছিলেন। ওই ইউএফও-তে করেই নাকি তাঁকে অপহরণ করে নিয়ে গিয়েছিল ভিনগ্রহীরা।
কোস্ট টু কোস্ট’- এ যা বলেন তিনি
সম্প্রতি একটি জনপ্রিয় মার্কিন শো-তে এই চাঞ্চল্যকর দাবি করতে দেখা যায় স্টিভ কলবার্নকে। যা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক মাস আগেই কোস্ট টু কোস্ট’ নামের একটি শোতে এই ঘটনাগুলির বর্ণনা করেন ওই ব্যক্তি। তারপরেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে তাঁর দাবির সপক্ষে বিশেষ কোনও প্রমাণ দিতে পারেনি ওই ব্যক্তি। যা নিয়েও রীতিমতো হাসি-মশকরা চলছে ফেসবুকের দেওয়ালে।
এলিয়েনদের বরাবরই রয়েছে অবাধ বিচরণ
স্টিভ কলবার্নের দাবি অদ্ভূত দর্শন মহাকাশ যানে করে তাঁকে একটি মেডিকেল স্টেশনে নিয়ে যায় ভিনগ্রহীরা। সেখানে স্টেইনলেস স্টিলের পাইপের মতো দেখতে একটি এলিয়েন সেই সময় তার শরীরে অস্ত্রপচার করে। তাঁর গায়ের রং ছিল ধূসর রংয়ের।
প্রসঙ্গত উল্লেখ্য, চাঁদ সহ মঙ্গলে ভিনগ্রহীদের উপস্থিতি নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। বর্হিবিশ্বে মানুষ বাদেও কোনও প্ণের স্পন্দন আছে কিনা তা নিয়ে দীর্ঘদিন থেকেই জোরদার খোঁজ চালাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। কিন্তু এখনও হাতে মেলেনি কিছুই। যদিও কল্পবিজ্ঞানের দুনিয়ায় এই এলিয়েনদের বরাবরই রয়েছে অবাধ বিচরণ।
আরও পড়ুন : Bengaluru News : ১৫০০ এরও বেশি ভাষা রয়েছে মাতৃভূমি ভারতবর্ষে, এর মধ্যে ১০৭টি ভাষার মানুষ আছে বেঙ্গালুরুতেই