Monumental Tree Italy : ৭৫০ বছরের অভিভাবক! একটা দুটো নয়, তিনটে সমুদ্রতটের অভিভাবক হিসাবে দাঁড়িয়ে রয়েছে এই গাছ

প্রকৃতি আমাদের মায়ের স্বরূপ। প্রকৃতি রুষ্ট হলে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। বর্তমানে আমাদের সেই মায়ের স্বরূপ চারপাশের পরিবেশ যেভাবে প্রতিনিয়ত দূষিত হচ্ছে খুব দ্রুত সেই দূষণ নিয়ন্ত্রণ করতে না পারলে সকলকেই বিলুপ্ত হয়ে হবে সময়ের পূর্বেই। পরিবেশের এই ক্রমবর্ধমান পরিবর্তনের ফলে আজ পরিবেশ থেকে বিলুপ্ত প্রায় অনেক প্রজাতি। বহু প্রজাতির প্রাণী, পোকামাকড়, উদ্ভিদ আজ শুধু বইয়ের পাতায়। পরিবেশে তাদের অস্তিত্ব বড়োই সঙ্কটজনক। অনেক প্রজাতির তো কোনো উল্লেখও পাওয়া যায় না।
এক আশ্চর্যজনিত গাছ Monumental Tree (Italy)
এতো সবকিছুর মাঝেও এমন কিছু আশ্চর্যজনক গাছ পৃথিবীর বুকে দন্ডায়মান আছে। যে গাছগুলি যুগ যুগ ধরে পরিবেশের বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় মাথা তুলে বেঁচে আছে। বছরের পর বছর ধরে সাক্ষী থেকেছে পরিবেশের আমূল পরিবর্তনের। বিশ্বের এমন সব আশ্চর্য গাছগুলিকে ‘মনুমেন্টাল ট্রি’ (Monumental Tree Italy ) বলে বিবেচনা করা হয়। ইতালির এমনি এক আশ্চর্যজনিত গাছ হলো আব্রুৎজো সৈকতের (Abruzzo Beach) সাতটি গাছের গুঁড়ি একত্রে নির্মিত দন্ডায়মান আনুমানিক ৭৫০ বছর জীবিত একটি গাছ।
Monumental Tree (Italy) গাছটির আশ্রয়ে থাকে এক বিশেষ পোকা
সময়ের সাথে সাথে এই গাছ নিজেকে মানিয়ে নিয়ে যুগ যুগ ধরে বাস্তুতন্ত্রের সংরক্ষণে সহায়ক। বিজ্ঞানীদের মতে এই গাছের সংস্পর্শে বেঁচে আছে এমন বহু প্রজাতির পোকামাকড় যারা আজ প্রায় বিলুপ্তির পথে। এমন একটি প্রজাতির পোকা হল রোসালিয়া লংগিকর্ন নামের একটি পোকা। এই পোকাটি প্রায় আজ বিলুপ্ত তবে এই গাছটির আশ্রয়ে এই পোকার সন্ধান মেলে।
৭০ ফুট বড়ো Monumental Tree (Italy)
গাছটি নিজের অঞ্চল ছাড়াও আরো তিনটি সমুদ্রতট জুড়ে নিজের মূল প্রসারিত করেছে। এই গাছের ছায়ায় বেড়ে উঠছে হাজারো ভিন্ন প্রজাতির কতশত উদ্ভিদ। গাছটির উচ্চতা মাটি থেকে কমপক্ষে ৭০ ফুট বড়ো।
৭৫০ বছর ধরে জীবিত Monumental Tree Italy
বেআইনি ভাবে বৃক্ষচ্ছেদন রোধের আইন পাশের আগে পর্যন্তও ইতালিতে বেআইনি ভাবে গাছ কাটার প্রবণতা প্রবল দেখা যেত। কিন্তু তার পরেও এই গাছ আজ প্রায় ৭৫০ বছর ধরে জীবিত। যদিও ১৯৩৯ সালে ইতালিতে প্রথম বৃক্ষ সংরক্ষণ আইন পাশ হয়। আর সেই আইন অনুযায়ী কমপক্ষে ২২ হাজার মনুমেন্টাল ট্রি বিশেষ ভাবে সংরক্ষনের আদেশও জারি করা হয়েছিল।
বৃক্ষ সংরক্ষণ আইন পাশ
বৃক্ষ সংরক্ষণ যে আইন পাশ করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন কিছু পরিবেশকর্মীই। পরিবেশকর্মীদের মতে বৃক্ষ সংরক্ষণ আইন পাশ করা হয়েছিল শুধুমাত্র গাছের নান্দনিক দিকের কথা মাথায় রেখে যেটা গাছেদের প্রতি একপ্রকার অন্যায় স্বরূপ।
Monumental Tree মরে গেলে বাস্তুতন্ত্রে ব্যাপক ক্ষতির সম্ভাবনা
বর্তমানে পরিবেশের দূষণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে এত বছরের পুরোনো গাছটিও আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করতে বাধ্য হচ্ছে। দিন দিন বেড়ে চলা দূষণের ফলে গাছটি তার সতেজতা বজায় রাখতে অক্ষম হয়ে পড়ছে। গাছটি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, যা পরিবেশবিদরা মনে করছেন অত্যন্ত ক্ষতিকারক একটি বিষয়। এই গাছটি মরে গেলে বাস্তুতন্ত্রে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : crime news : তিলে তিলে খুন, খাবারে রোজ ওষুধ মিশিয়ে স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর