অসাধু কোনও কিছুকে সমর্থন করিনি কখনও, মাদক বিতর্কে মুখ খুললেন সচিন

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ক্যাসিনো বিতর্কে মুখ খুললেন ক্রিকেটার কিংবদন্তি। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্যাসিনো সমর্থন নিয়ে বিতর্ক উঠেছিল। কিন্তু তাঁর এই সমর্থন যে ভুয়ো ও ভুল এবং নিন্দুকদের মাধ্যমে ছড়াচ্ছে সে বিষয়ে স্পষ্ট হন তিনি। “আমি কোনদিনই মদ, মাদক ও জুয়াকে সমর্থন করিনি” স্পষ্ট করে দেন তিনি।
আরও পড়ুন: “ছেলের জন্য ভীষণ চিন্তা হচ্ছে!” রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চিন্তার মেঘ এনেছে বাংলার মণ্ডল পরিবারে
Sachin Tendulkar: বিতর্ক
তিনি যে কোনওদিনই কোনওভাবেই এইসব সমর্থন করেননি এবং তার ছবি ব্যবহার করে এই ধরনের দুর্নাম করা হচ্ছে তার নামে তা নিয়েও যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন তিনি তার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে। আমার উকিল এই ব্যাপারে যাবতীয় ব্যবস্থা ও কর্তব্য করলেও এই বিষয় আমি যথেষ্ট চিন্তিত এবং দুঃখিত বলেন তিনি।
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কোণে ঘুরে বেড়াচ্ছিল কিছু ছবি যা শচীনের কথা নজরে এসেছিল তার কিছুদিন আগে। যেখানে তার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চালানো হয়েছে মদ ও তামাকের। ক্রিকেট জীবনে এইসব ক্ষেত্রে কোন ধরনের বিজ্ঞাপন করেননি বলেই বিখ্যাত ছিলেন শচীন তেন্ডুলকার। কিন্তু এখন এই ধরনের সমস্ত বিজ্ঞাপনে নষ্ট হতে পারে তার ভাবমূর্তি সেই ব্যাপারেও চিন্তিত তিনি।
এই ধরনের ক্রিয়াকর্ম যে মানহানিজনক এবং বেআইনি সেটাও স্পষ্ট করেছেন তিনি। নিজের ক্রিকেট জীবনে একজন ভালো খেলোয়াড় ছাড়াও এক স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী হিসেবে যথেষ্ট নামডাক ছিল তার। তাই ক্রিকেট জীবনের পরে এই সমস্ত ধরনের বিতর্কে জড়িয়ে করতে বিন্দুমাত্র আগ্রহী নন ক্রিকেট কিংবদন্তি।
সংবাদ মাধ্যমেও পরে তিনি তাঁর মত ও আশঙ্কা এই বিষয়ে পরে প্রকাশ করতে পারেন বলে মনে করা হয়েছে। তাই বর্তমানে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত মানুষদের নিয়ে এই ধরনের অপব্যবহার এবং অপপ্রচার তাই বন্ধ করার ওপর জোর দেয়া উচিত আমাদের সকলেরই। কারণ নিজের স্বার্থের জন্য এই ধরনের প্রচার জারি রাখলেও এর ফল হতে পারে খুবই ক্ষতিকারক।
Requesting everyone to remain vigilant about misleading images on social media. pic.twitter.com/VCJfdyJome
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2022
আইনি সমস্যা ছাড়াও আরও নানা সমস্যার মুখোমুখি হতে পড়তে পারে, যেমন অর্থনৈতিক;, এই ধরনের ভ্রান্ত সংবাদ ও বিজ্ঞাপনের প্রচারককে। তাই সেলিব্রিটি ছাড়াও নিজের অনলাইন উপস্থিতি নিয়ে সতর্ক থাকুন কারণ আপনার দেওয়া বিভিন্ন তথ্য পরবর্তীকালে ব্যবহৃত হতে পারে অসাধু মানুষদের দ্বারা অসাধু উদ্দেশ্যে।